Re: কৃষ্ণ বিবর
অনেক বড় টপিক লিখেছেন অভিনন্দন রইলো
Re: কৃষ্ণ বিবর
Re: কৃষ্ণ বিবর
একটু ছবিটবি দিয়ে বুঝালে অবশ্য আরেকটু ভালো লাগতো।
Re: কৃষ্ণ বিবর
অনেক তথ্য! কিছুকিছু টার্ম বাংলায় পড়তে অদ্ভুত লাগে।
ব্লাক হোলের অস্তিত্বের সাপেক্ষে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রমান হল বেশ কয়েকটা গ্যালাক্সির কেন্দ্র (আমাদের নিজ গ্যালাক্সি মিল্কিওয়ে সহ)।
মিল্কওয়ের কেন্দ্র পর্যবেক্ষন করলে দেখা যায় কেন্দ্রের একেবারে নিকটে, অনেক গুলো নক্ষত্র গুচ্ছ গ্যালাক্সির কেন্দ্রকে খুব দ্রুত বেগে প্রদক্ষিন করছে। কিন্তু কাকে কেন্দ্র করে এরা প্রদক্ষিন করছে সেটা খুজতে গেলে আর কিছু পাওয়া যায়না। তাই যুক্তি হল এতোগুলো নক্ষত্রকে এতো বিশাল বেগে ঘুরাতে হলে কেন্দ্রে যে বিশাল ভর প্রয়োজন সেটা শুধু ব্লাক হোলের মধ্যেই থাকা সম্ভব।
৭ ১১-১২-২০১৩ ২৩:৫৫ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১২-১২-২০১৩ ০০:৪৭)
Re: কৃষ্ণ বিবর
Re: কৃষ্ণ বিবর
ছবি বলতে আমি বুঝাচ্ছিলাম, এ ধরনের বিজ্ঞান-বিষয়ক বিষয়গুলোর অনেককিছু ইলাস্ট্রেশন কিংবা ডায়াগ্রাম কিংবা এ ধরনের কিছু দিয়ে বুঝালে আরও সহজভাবে বুঝা যায়, যেমনটা আপনি দিয়েছেন।
Re: কৃষ্ণ বিবর
@hasan05 ভাই: এটা ব্লগ না ফোরাম।
ব্লগ আর ফোরামের মধ্যে মুল পার্থক্য হচ্ছে ব্লগে ব্লগারের ব্যক্তিগত চিন্তা ভাবনা চেতনার প্রকাশ ঘটে। অন্যরা সেখানে ব্লগারের চিন্তা ভাবনা জানতে যায়। এখানে ব্লগারের মুল লেখাটিই আসল।
আর ফোরাম হচ্ছে পাস্পারিক আলোচনা বা শেয়ারিং এর জায়গা। এখানে কেউ হয়তো কোন আলোচনা শরু করলো সবার অংশ গ্রহণের মাধ্যমে তা পূর্ণতা পায়। এখানে প্রতিটি মন্তব্যকারীই সমান গুরুত্বপূর্ণ এবং এমন হতেই পারে যে কোন মন্তব্য মূল টপিকের চেয়ে গুরুত্বপূর্ণ হবে। এটাই ফোরেমের বৈশিষ্ট।
ব্রাশু ভাই উত্তম ফোরামিক। এর পর নাম করা যেতে পারে আহমাদ মুজতবা ভাই, শামীম ভাই, সদস্য_১ ভাই, @মন ভাই। ইনারা ফোরামে ফোরামের ইস্টাইলেই লেখেন। কোন অন্যায় করেন না। তবে প্রকাশ ভঙ্গি সবার এক না।
তবে ইয়ে ইনাদের কেউ কেউ বিশেষ ট্রিক্স খাটান লেখার সময়। তবে তা অন্য বিষয়।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"