টপিকঃ প্রজন্ম ফোরামের সেরা লেখা এবং প্রাজন্মিক নির্বাচন ২০১৩
☼নির্বাচন! নির্বাচন!! নির্বাচন!!!☼
দেখতে দেখতেই প্রজন্ম ফোরামের সেরা লেখা ২০১৩ নির্বাচনের সময় হয়ে এল। প্রতিবারের মত এবারও মোট দশটি ক্যাটেগরিতে মনোনয়ন নেয়া হবে।
নির্বাচন হবে নিচের শ্রেণিগুলিতে:
গল্প-উপন্যাস
ছড়া
কবিতা
মৌলিক রম্য
ভ্রমণ কাহিনি
রোমাঞ্চ ও রহস্য
আলোকচিত্র
বিজ্ঞান ও প্রযুক্তি
অংকন ও গ্রাফিক
বিবিধ
তাছাড়া ♥সেরা প্রাজন্মিক ২০১৩ এবং ♥সেরা নতুন প্রাজন্মিক ২০১৩ -ও থাকছে।
আপডেট:
সাধারন মনোনয়ন জমা নেয়া শুরু হয়েছে।
অতঃপর সেখান থেকে বিচারকদের দৃষ্টিতে সেরা ৫/৭/১০ টি টপিক নিয়ে একটা শর্টলিস্ট তৈরি করে চূড়ান্ত মনোনয়নের জন্য চূড়ান্ত ভোটাভুটি চলবে আরও দুই সপ্তাহ। সেখান থেকে সদস্যদের ভোটে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত টপিকই সেরা বলে নির্বাচিত হবে।
আপনারা যদি কেউ চান তবে নিজেরা নিজেদের সেরা দশটি টপিক একটা আলাদা টপিক করে জানাতে পারেন। এতে করে সবার একটা খসড়া ধারণা হবে এই বছরে কী কী উল্লেখযোগ্য টপিক হয়েছে। তাছাড়া আমরা প্রশাসনও আপনাদের একটা ধারণা দেয়ার চেষ্টা করব।
তবে, আসুন, আর দেরি কীসের? নির্বাচনের জন্য জোরেশোরে নেমে পড়ি! এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করে তুলি। আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণেই আরো একটি সুন্দর এবং সুশৃংখল নির্বাচন উপহার দেয়া যাবে সকল প্রাজন্মিককে।
ধন্যবাদ।
বি.দ্র. যে কোন ব্যাপারে প্রশাসনের সুচিন্তিত সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।