স্ক্রিন রেকর্ডারগুলো কাজে আসবে, বিশেষ করে উইন্ডোজের ডিফল্ট স্ক্রিন রেকর্ডারের কথা জেনে ভালো লাগলো
পুনশ্চঃ আমি উইন্ডোজ টাকা দিয়ে কেনার সামর্থ্য রাখি না, আমার উচিত অরিজিনাল উইন্ডোজ চালানো অথবা লিনাক্সে শিফট করা, এক্ষেত্রে আমার বায়োস UEFI বেজড, যেটাতে আমি বহু ঝামেলা করে লিনাক্স বুটমেনু বের করার পর আমার উইন্ডোজ ই গায়েব হয়ে যায় পাস দিয়ে
এখন কথা হচ্ছে, কেনো আমি উইন্ডোজ তবুও পাশে রাখছি, কারন আমার কাজের কোন কিছুই আমি লিনাক্সে পাচ্ছি না, যদি ফটোশপের বিকল্প গিম্প যদিও ফটোশপের মতো এতো সুবিধা দিতে পারেনা, তথাপি একটা শক্তিশালি বিকল্প এরকম যদি আফটার ইফেক্টস এর একটা বিকল্প কেউ দিতে পারতেন, বাকিগুলোর কথা বাদই দিলাম.... লিনাক্সকে আমি সম্মান করি তাই আমি উইন্ডোজকে সম্মান করবো না এমনতর বিষয়টা আমার ভালো লাগেনি....
সম্ভবত এই পুনশ্চটা আমি কাউকেই না নিজেকেই বলেছি, তবে ঘটনা সত্য...
█ নেই, আছে এবং নৈবচ নৈবচ . . . . .
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন