টপিকঃ উইন্ডোজ এপ লিস্ট ২০১৩
অনেকদিন ধরে উইন্ডোজ ইনস্টল করা হয়না। বরং তার বদলে চলে ব্যাকাপ থেকে ইমেজ রিইস্টোর। কয়েক ঘন্টার কাজ হয়ে যায় কয়েক মিনিটে। সমস্যা হল ল্যাপটপের ইমেজটা করা হয়েছিল প্রায় দু বছর আগে। মাস তিনেক আগে যখন রিইস্টোর করলাম প্রায় সব সফ্টওয়ারই আপডেট করতে হয়েছে। বিরক্তিকর ব্যাপার। তাই এবার ইমেজ থেকে না করে পুরোনো আমলের মত ম্যানুয়াল ইনস্টল করলাম। একটু পর নতুন ইমেজ তৈরী করব। এটাতে হয়তো আবার বছর খানেক চলে যাবে। টপিকের বিষয় বস্তু অবশ্য অন্যখানে।
আগে একটা ডিভিডি রাখতাম যেটাতে আমার অত্যাবশ্যক ব্যবহৃত সফ্টটওয়ার গুলোর ইনস্টলার থাকত। উইন্ডোজ ইন্সস্টল হওয়ার পর লিস্টের সবগুলো সফ্টওয়ার এক নিশ্বাষে ইনস্টল করে ফেলতাম। তো সেই ডিভিডিও দুদিন পর পর আপডেট করতে হত। বিরক্ত হয়ে সেই ডিভিডি ছুরে ফেলেছি তাও অনেকদিন হয়ে যায়। এখন সফটওয়ারের ইনস্টলার সেভকরার চেয়ে সাইটের লিংক বুকমার্ক করে রাখাটাই বেশী সুবিধের মনে হয়। একবারে লেটেস্ট ভার্সন ইনস্টল হবে। আপডেট করার বালাই নেই। নেটের যা স্পীড তাতে ডিভিডি থেকে আসা আর নেট থেকে আসা সমান ব্যাপার। টপিকের বিষয় বস্তু আসলে এটাও না।
এবার সফটওয়ার গুলো ইন্সস্টল করতে গিয়ে অবাক হয়ে খেয়াল করলাম প্রায় সব সফটওয়ারই ওপেনসোর্স অথবা ফ্রীওয়ার। আগে ব্যাবহৃত প্রায় সব প্রিমিয়াম সফটওয়ারের যায়গা দখল করে নিয়েছে নতুন ফ্রী সফটওয়ার। যেমন কিউট এফটিপির বদলে উইনএসসিপি, নিরুর বদলে ইন্ফ্রারেকর্ডার, এসিডিসির বদলে ফাস্টস্টোন ইমেজ ভিউয়ার। পাইরেসী নিয়ে এলার্জী আমার কথনোই ছিলনা। তাই প্রতিটা সফওয়ার তাদের যায়গা করে নিয়েছে নিজেদের গুন দিয়েই… ফ্রী দাম দিয়ে নয়। আমাকে ফ্রী দিলেও এই সফওয়ার গুলো বাদদিয়ে আগের গুলোতে ফিরে যাবনা। যেমন আগে পেইড জিলীসফ্ট ভিডিও কনর্ভার্টার ব্যাবহার করতাম এখন ফ্রী হ্যান্ডব্র্যাক ব্যাবহার করি। যদি চিত্র পাল্টে জিলীসফ্ট ফ্রী হয়েযায় এবং হ্যান্ডব্র্যাক পেইড হয়ে যায় তবুও হ্যান্ডব্র্যাকই ব্যাবহার করব। এভাবে প্রতিটা ফ্রী সফ্টওয়ারই তাদের প্রতিযোগী প্রিমিয়ার সফ্টওয়ারের চেয়ে সুপরিয়র। অন্তত আমার মতে। মাত্র তিনটা সফটওয়ার বাদে ফটোসপ, মেটল্যাব আর অফিস।
যাই হোক। বুকমার্ক লিস্টটা নতুন করে করলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এরকম টপিক হয়তো আরো আছে, তবুও একটা আপডেটেড লিস্ট হল। আমি ফিচার এবং জাকজমক বাদদিয়ে হালকা এবং টু দ্যা পয়েন্ট টাইপের এপ্লিকেশন পছন্দ করি। তাই এই লিস্টে থাকা মানেই যে সেরা তা নয়। এটা বরং ব্যাক্তিগত পছন্দ। কোন কোন ক্যাটাগরীতে দুটা রেখেছি ঐসব ক্ষেত্রে প্রথমটা হল প্রমথ পছন্দের।
------- Primary Apps -----------
Text Editor: Notepad++ , SublimeText
File Compare & Merge: Winmerge
SVN: TortoiseSVN
zip: Winrar, 7-Zip
ISO and Virtual CD: MagicISO
Dvd burner: InfraRecorder
Image Viewer: FS Image Viwer
Audio Player : Foobar2000
Video Player: VLC
Video Converter: Handbrake
Video crop-stitch: Avidemux
Pdf Viewer: SumatraPDF , Foxit Rader আগে ফক্সিটটাই প্রথম পছন্দ ছিল। ইদানিং ফক্সিটকে অনেক ভারী মনে হয়
Pdf creator: Cutepdf
Desktop search: Everything
Text search: Wingrep
Application Launcher: Rocket Dock
Messenger: Skype
Internet Browser: Comodo, Firefox প্রাইভেসী আমার কাছে একটু বেশীই গুরত্বপুর্ন। গুগলের মাত্রাতিরিক্ত নজরদারীর জন্য ক্রোম একদম পছন্দ করিনা। গুগলের ডিএনএসও এক্সপ্লিসিট ভাবে এভোএড করি। প্রাইমারী ইমেলের জন্য জিমেইল ব্যাবাহার করিনা। অলন্টারনেটিভ থাকলে সার্সইঞ্জিনও ব্যাবহার করতামনা!!
Torrent Client: Utorrent
Download Manager: FDM (lite version), Egleget
Anti-Virus: AVG, AVIRA
------ Secondary, on demand type -----------
Hex Editor: Hex Editor
Ftp client: WinSCP, FileZilla
Virtual machine: VirtualBox, VirtualPC
Duplicate file finder: Duplicate Finder
Graph Drawing: Graph
Math: Microsoft Mathematics
Map: Google Earth
System Monitor: Moo0
URL Snooper: URL Snooper
WIFI Tethering: mHotspot
Cloud Storage: Dropbox
SSH: Putty
Image Uploaded: Postimage
Ebook Reader: Calibre ক্যালিবারের কথা বিশেষ ভাবে না বললেই না হয়। ছোট্ট একটা এপ অথচ দুনিয়ায় হেন ফাইল ফরমেটের ইবুক নেই যেটা ক্যালিবার ওপেন করতে পারেনা। হাজারো ফিচার আর অসাধারন গ্রাফিক্স তো আছেই। সত্যিই বিস্ময়ের ব্যাপার।
Bangla keyboard: Avro
Development: Eclipse, JDK, PHP & MySql,
Visual Studio (Express), Expression Web (Free version), SQL Server
ভিজুয়াল স্টুডিও, এক্সপ্রেশন ওয়েব আর সিকুল সার্ভার আমি একাডেমিক লাইসেন্সে প্রোফেশনাল এডিসন ডাউনলোড করি। যদিও ফ্রী ভার্সন প্রায় একই জিনিস।
Matlab-alternative: scilab
Office Alternative: LibreOffice FreeOffice
Photoshop-alternative: Gimp , Inkscape
এই তিনটা এখনো প্রিমিয়ামটাই ব্যাবহার করি। ফ্রী অল্টানেটিভ গুলো এখনো গুনের দিক দিয়ে পিছিয়ে। এর মধ্যে শুধু ফটোশপটাই পাইরাইটেট ব্যাবহার করি বাকি দুটো কেনা। জিম্পের ছড়ানো ছিটানো উইন্ডো একদম ভাল লাগেনা।
টপিকটা বিশাল হয়ে গেল। টাইটেলে “মেগা” শব্দটা যোগ করতাম কিন্তু ডেডলক ভাই আবার কপিরাইট মামলা করে দেয় কিনা সেই ভয়ে আর করলামনা।