২ ৩০-১১-২০১৩ ০৭:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন কোরাকোরা (৩০-১১-২০১৩ ০৭:৩৮)
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
লিব্রে ব্যবহার করা হয় না। তবুও বুকমার্ক করে রাখলাম, পরে কাজে দিতে পারে। ওপেনঅফিস ইদানিং বিরক্তিকর লাগে।
Edit:
Libre এর Windows ভার্সণেও তো একি পদ্ধতিতে কাজ হবে, না?
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
দারুন পোস্ট। অসাধারন পোস্ট। গ্রেট গ্রেট গ্রেট।
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
এমন কিছু খুঁজছিলাম অনেকদিন ধরে, মাইক্রোসফট অফিস নির্ভর থিসিস রিপোর্ট লেখার প্রবণতা কমানোর জন্য এটা কার্যকর। ছাত্রদের এমন কিছু করার জন্য উৎসাহ দিতে হবে।
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
পেজের সাইজ এ৪ করার জন্য নতুন করে টেমপ্লেট করতে হয়। সেটিও যোগ করে দেয়া যেতে পারে মূল সহায়িকায়। পাশাপাশি কি করে বাংলায় লিখতে হবে তা একটা অধ্যায়ে দিতে পারেন। তবে থিসিসে যে সমস্যা ফেস করি তা হলো ইনিশিয়াল পেজগুলোয় রোমান নাম্বারিং নিয়ে। ওটাও আশা করি ছাত্ররা বুঝতে পারবে।
৮ ৩০-১১-২০১৩ ১৫:৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩০-১১-২০১৩ ১৫:৩৫)
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
৯ ৩০-১১-২০১৩ ১৫:৫৯ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (৩০-১১-২০১৩ ১৬:০০)
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
আমাকে আগে এটা বলেন এই "লিব্রে-অফিস রাইটার" জিনিসটা কি!!
কি কাজে দেয়। কি করে এটা দিয়ে !
এই রকম কিছু নাই এম এস এক্সেল এর উপর
টিউটোরিয়াল টাইপ, যেটা সব কয়টা অপশন এর কাজ দেখানো আছে এমন।
অরুণদা আমার অত্যাচার থেকে বেঁচে যাইতেন আরকি ফেসবুকে অনেক জ্বালাইতেছি, উনাকে এটা নিয়ে! আর কেউ হেল্প করতেছেন না দেখে
পারি না তো কিছু
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
অত্যন্ত চমৎকার পোস্ট। যাঁরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবল অফ কন্টেন্টস যোগ করতে অভ্যস্ত, তাঁদের কোনও অসুবিধাই হবেনা। কারণ পদ্ধতিটা একইরকম।
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
মূল পোস্টের শেষে একটা ছোট কিন্তু কাজের আপডেট সংযুক্ত করলাম। পরের টিউটোরিয়ালটা কম্পোজ করার এক পর্যায়ে এই সমস্যাটা ফেস করেছিলাম। কিন্তু সমস্যাটা সূচীপত্র সংক্রান্ত জন্য সরাসরি এখানেই দিয়ে দিলাম। আশা করছি কাল সকালের মধ্যে পরের টিউটোরিয়ালটা দিয়ে দিতে পারবো।
ধন্যবাদ।
Re: লিব্রে-অফিস রাইটার টিউটোরিয়াল: স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরী করা
অসাধারণ একটা টপিক।
শামীম ভাই, দিন দিন আপনাকে বেশি পছন্দ করে ফেলছি।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"