২১

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

২২

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

কিছুই বলার নাই এক কথায় অসাধারন।

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

২৩

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

চমৎকার বর্ণনা। জিনিয়াস।  clap
ফোরামের অন্যান্য জিনিয়াসদের (যেমন ব্রাসু ভাই, শামীম ভাই) এরকম অভিজ্ঞতামুলক পোস্ট চাই।  big_smile

২৪

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

বছরের সেরা লেখা  love

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

২৫

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

চমৎকার!!!
পড়তে পড়তে বাচ্চা এমসিসিতুহিন এর জন্য খুব মায়া লাগছিল, কেমন করে ভুল বুঝে বেচারা বন্দী হয়ে যাচ্ছিলো।
তবে পরে বন্দী জীবনটা খুব উপভোগ করেছেন দেখে খুবই ভালো লাগলো।

বেদনাদায়ি, তবুও দিনান্তে যে তোমায় ভালবাসি!

২৬

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

Gentlemen, you can't fight in here, this is the war room!

২৭

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

২৮

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

২৯ সর্বশেষ সম্পাদনা করেছেন এক্স-ক্যাডেট সানি (২৬-০১-২০১৪ ০০:৪৪)

Re: আধ ডজন স্কুল, একটা ফাউ!

তোমরা যেখানে সাধ চলে যাও — আমি এই বাংলার পাড়ে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখ  -                (জীবনানন্দ দাশ)