শামীম লিখেছেন:খাড়ান ভাই, আগে যুদ্ধাপরাধীদের শাস্তিগুলো কার্যকর হয়ে নিক .... ... 
হ্যাঁ, ঠিক আছে। কিন্তু অন্যতম প্রধান বিবেচ্য বিষয় নিরপেক্ষতার প্রশ্নে আপোষহীনতা।
অবশ্যই যাদের বিচার প্রক্রিয়া চলছে তাদের সাফাই গাওয়ার প্রশ্ন-ই ওঠেনা। কিন্তু আমি যদি আমার পরিারের কাউকে ধরাছোঁয়ার বাইরে রেখে শুধুমাত্র প্রতিপক্ষের ছিদ্রান্বেষনে ব্যস্ত থাকি/শান্তি দিই তাহলে তা সর্বস্তরে প্রশ্নবিদ্ধ হবে। দেশের আপামর জনসাধারণের খুব কাছ থেকে মতামত নিতে হবে এবং সেই মতামতের যথাযথ মূল্যায়ন করতে হবে। যদি অধিকাংশের মত হয় দল-মত নির্বিশেষে প্রত্যেক অপরাধীর বিচার করতে হবে শাস্তি দিতে হবে। তখন সরকারকে তা সততা ও নিষ্ঠার সাথে তা পালন করতে হবে।
আর এমন হলেও নেহাত মন্দ হয়না যে, এই সরকার প্রতিপক্ষের গুলোকে ঝুলিয়ে দিয়ে যাক। এরপর প্রতিপক্ষ ক্ষমতায় এসে তাদের প্রতিপক্ষের গুলোকে ঝুলিয়ে দেবে। ব্যস, ঝামেলা শেষ। দেশ পুরাই রাজাকার মুক্ত।

এসো বাংলাকে গড়ি, বাংলাকে করি সুউচ্চ, সুমহান.........................