২ ৩০-১১-২০১৩ ১৫:১০ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (৩০-১১-২০১৩ ১৫:১৬)
Re: ভালোবাসার উষ্ণতায়
আমি তো কামড়া কামড়ি দেখতেছি
আর ডাইনদিকের ভদ্রলোকের মাথার শেপটা জানি কেমন।
পুরা ছবিতে ঠান্ডা নীল শেড দেখে গায়ে কাঁথা দিলাম
আসলে আমার অবস্থা হয়েছে সম্ভবত আমার প্রয়াত বাবার মতন ---
আব্বার অফিসের সিড়িতে কাইয়ুম চৌধুরীর (সম্ভবত) আঁকা একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট ছিল। তো একদিন ওনার কাছ থেকে আব্বা বুঝে নিয়েছিলেন যে ছবিটা আসলে একজন মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে .. তখন ঠিক মতই "মা', "বাচ্চা" .. কোলে নিয়ে বসে থাকা বুঝেছিলেন। কিছুদিন পর আবার বাবা হারিয়ে গেলেন -- মানে, ছবির মধ্যে কোথায় মা, কোথায় বাচ্চা ... কোথায় কী, কিচ্ছু আর খুঁজে পান না ... .. ... ... ... বাবা বিরাট আর্ট বোদ্ধা ছিলেন
Re: ভালোবাসার উষ্ণতায়
ধন্যবাদ শামীম ভাইয়া।
বুদ্ধিমান কে লিয়ে ইশারাই কাফি হ্যা যদিও আমি বুদ্ধিমান না
Re: ভালোবাসার উষ্ণতায়
কার ছবি মেরে দেয়া হইল আফিসে বসে এই গুলা আকা আঁকি হয় হুম!!!
ছেলেটার চুল তো বেশ লম্বা লম্বা মনে হচ্ছে! আর মেয়েটাকে এত বুড়িদের মত লাগতেছে কেন!
কি রমা কারে দেখে দেখে আকা হইতেছিল
Re: ভালোবাসার উষ্ণতায়
এই পোস্টটা কি সব বয়সের উপযোগী? বিশেষ করে রাবেয়া নামে যে মেয়েটা ঢুকে তার জন্যও?
উপযোগী হলে ভালো। দারুন পোস্ট।