টপিকঃ হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

১. আমেরিকার ম্যাপ সম্পর্কে আমার ধারণা খুব কম, খালি সিরিয়াল দেইখা দেইখা আর যাগো লগে ফেবুতে রেগুলার কথা হয় হ্যারা যেইখানে আছে সেইটা শুইনা শুইনা হালকা আইডিয়া হইছে। যেমন, হিউটন নামের গ্রামটা কানাডার খুব কাছে, আশে পাশে কিচ্ছু পাওয়া যায় না (মোকাব্বির ভাই), ফ্লোরিডায় ম্যালা গরম আর অ্যালিগেটর-পোকামাকড় আর সিরিয়াল কিলার দিয়া ভরা (সিরিয়াল ডেক্সটার), ফ্লোরিডার পাশেই আলাবামা (সোমা আপু) কিংবা টেক্সাসে অনেক গরম (অনিক মানিক আর বাঁধন), আর আলবাকার্কি নামের জায়গাটা সম্ভবত মেক্সিকোর কাছে (ব্রেকিং ব্যাড দেইখা জানছি।)

২. আমেরিকা একটা সেইরকম দেশ। ইংরেজি কয় সবাই, বালের সুইডিশ শুনতে শুনতে ইমুন অবস্থা যে কাউরে ইংরেজি কইতে শুনলেই আপন আপন লাগে! সেই সাথে আম্রিকায় পাঁচ বছরের ভিসা দেয় একলগে, মাগার খালি একটাই সমস্যা জিআরই নামের একটা খাইশটা ****া পরীক্ষা দিতে হবে, হের লাইগা স্বপ্নের দেশ আম্রিকা যাওয়া হইলো না, যদিও নাজমুল ভাই গেছে গা অলরেডি!

৩. দেশের রাজনৈতিক অবস্থার প্রতি বীতশ্রদ্ধ হইয়া রাজনীতিকে মিডল ফিঙ্গার দেখাইছুইন অলরেডি মোকাব্বির ভাই আর রেজা শাওন, আমি জাগো লগে পলিটিকাল প্যাঁচাল পারতাম রেগুলার। এখন একা একাই গ্যাঁজাই, মানে লেখি নিজের পেরাইবেট ব্লগে, যেইটায় আমি ছাড়া আর কারো অ্যাক্সেস নাই। টেনশন নিয়েন না, জামাত শিবির সাপোর্ট করি না, আম্লীগ বিম্পি কিংবা এর্শাদাদুরেও না। রাজনীতির পশ্চাদ্দেশ কিল করি এখন।

৪. ঘুম ইজ এ কমপ্লিট ওয়েস্ট অফ টাইম। মানুষের যদি এইরকম সিস্টেম থাকতো যে "বিশেষ জায়গা" তে নোকিয়ার চার্জার লাগায়া চার্জ দিয়া রাখলেই ফুল চার্জ হয়া যাইতো, আর ঘুমানো লাগতো না, তাইলে বড় ভালো হইতো, আর ঘুমায়া টাইম ওয়েস্ট করা লাগতো না। তয় ছাড়া ছাড়া ঘুমের একটা সুবিধা হইলো ছাড়া ছাড়া স্বপ্ন দেখা যায়। সেইদিন স্বপ্নে শামীম ওসমানের থ্রেট খাইয়া সেইরকম ডরাইছিলাম, মাগার ঘুম ভাঙ্গার পরে ব্যাপার ভাল্লাগলো সেইটা স্বপ্ন ছিলো বইলা, তাড়াতাড়ি আবার ঘুমায়া গেলাম, নতুন এপিসোড অফ স্বপ্ন দেখার লাইগা। ছাড়া ঘুম, ছাড়া খাড়া স্বপ্ন! বুনকা বুনকা স্বপ্ন!

কন্যার বাপে হুক্কা খায়,
বুনকা বুনকা ধোঁয়া যায়।
হ্যাশট্যাগ #হুমায়ুন_আহমেদ

৫. কন্সপিরেসি থিওরিস্টরা বড় আজব আজব কথা বলে, আকাশে রকেট গুলা উইড়া যাওয়ার টাইমে যখন লমমমমমমবাআআআআআ ট্রেইল রাইলা যায়, সেইটা দেইখা বলে, রকেট গুলা নাকি কি যেন কেমিক্যাল স্প্রে করতেছে, টু কিপ দা পিপল আন্ডার কন্ট্রোল, অর টু কিপ দা পিপল সাফার উইথ ডিজিজেস। এইকথাগুলার কোন ভিত্তি নাই। তয় সেই একই গ্রুপ অফ পিপল যখন গাঁজার উপকারিতার পাশাপাশি অ্যালকোহলের অপকারিতা নিয়া পোস্ট দেয়, তথন কিমুন জানি লাগে। নাবিল আশরাফ আলি ভাই ইসিএফে পোস্ট দিছিলো এইরকম একটা, হোয়াই ক্যানাবিস ইজ ইল্লিগাল বাট অ্যালকোহল এন্ড টোবাকো ইজ লিগাল? কন্সপিসরেসি থিওরিস্টগো হয়া আমি আনসার দিছিলাম, টু সেভ দা মিলিয়ন ডলার বিজনেস অফ ক্যানসার ট্রিটমেন্ট!

৬. অনেক দিন ধইরা কিছু লেখা মাথার ভিত্রে কিলবিল করতেছে, লেইখাও ফেলছি, কিন্তু লেখাগুলা আনপাবলিশেবল। লিখলে বহুত গ্যানজাম হয়া যাইবো। ফিলিংটা অনেকটা টয়লেট সামনে দেইখাও যাইতে না পাইরা ঠাসঠুস নিঃশব্দে বায়ু নির্গত করার লাহান। কি করুম বুজবার লাগছি না

৭. যখন দ্যাশে থাকার সময় চাকরি করতাম, তখন রাইত সাড়ে দশটার বাসে বাসায় ফিরার সময় মুবাইলে থাকতো না চার্জ! তাই চুপচাপ বাসে খাড়ায়া থাইকা ঘামতাম আর মাইনসের কথা শুনতাম! আর মনে করতাম রেডিও স্টেশন শুনতাছি। ট্রাস্ট মি! আজাইরা রেডিও ফুর্তির ভূত এফএম থুক্কু মুত এফএম শুনার থিকা মাইনসের কথা শুনা অনেক বেশি ইন্টারেস্টিং ছিলো। মানুষ আসাদগেট থিকা মুবাইলে কয়, এইতো মামু, গাবতলী পার হইলাম!!! বাসে ১০০ টা মানুষ মানে তাদের জীবনের ১০০টা গল্প। এই ঠান্ডার দ্যাশেও মাইনসে হয়তো এইরকমই কয়, মাগার সুইডিশ ভাষা বুঝি না বইলা বাকিটা কল্পনা কইরা নিতে বাধ্য হই। খারাপ লাগে না, কল্পনা কইরা নিতে।

৮. কল্পনা একটা অসাম জিনিস! আর কোন প্রাণীকূলের এই অসাম ক্ষমতা আছে কিনা জানি না, মাগার কল্পনাশক্তি না থাকলে অর্ধেক মানবজাতি মনে হয় ফাগল হয়া যাইতো অলরেডি, আমি যেমন হয় আধা পাগল হয়া গেছি। যুদিও আমি ম্যালাকিছুই কল্পনা কইরা নেই।

৯. আমি একটা সেই লেভেলের ভন্ড, যুদিও আশেপাশে মাইনসের ম্যালা ভন্ডামি দেখতাছি, মাগার প্রবলেম হইলো আমি এখন পর্যন্ত আমার ভন্ডামির মুখোশ ধইরা রাখতে পারছি হ্যারা পারে নাই, মাগার কয়দিন ধইরা রাখবার পারুম জানি না যুদিও, তবু আমি তো জানি আমি একটা ভন্ড! তবুও মাঝে মইধ্যে মাইনসের ভন্ডামী আর শো অফ দেখলে গা জ্বালা করে। মন্ডায় কয় ধৈরা ভৈরা দেই!

১০ ক. বিদেশে আসার আগে মানুষ কোনদিনও বুঝবো না যে দেশ কি জিনিস! রাজনীতিবিদদের চৌদ্দ গুস্টি থাকে বিদেশে, হ্যারা চাইলেই যে কোন সময় পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়া সুইডেন মার্কা দেশে থাইকা যাইবার পারে, হ্যাগো এতো চিন্তা কি? লন্ডন, নিউইয়র্কে হ্যাগো চৈদ্দোডা কইরা বাড়ি, মাগার আমাগো কি আছে? সবেধন নীল মনি, বাপের কিডনি বেইচ্চা কিনা একটুকরা জমি! সেইডাও এলাকার চান্দাবাজগো হাতে জিম্মি!

১০ খ. ঈদে দাদুবাড়ি যাওনের আগে "স্বপ্ন যাবে বাড়ি আমার" গানটা শুইনা আপনের বাবার কি ফিলিং হয়, সেইটা কি কখনো জিগাইছেন? কিংবা দেশে যাওনের টাইমে প্লেন ল্যান্ড করনের ঠিক আগে জানালার দিয়া আশুলিয়াল ইটভাঁটা দেইখা কি ফিলিং হয়, বুকের ভিত্রে কিমুন কইরা উঠে, সেইটা যুদি আপনে বিদ্যাশ না গিয়া থাকেন, তাইলে বুঝবেন না। গান শুনা ইসলামে হারাম, তবুও আজকে মিনিমাম ১৫ বার এই গানটা শুইনা ফেলছি শুইনা কি ফিলিং হইলো সেইটা নাই বা জানলেন।

১১. এরপরে আর কি নিয়া লেখা যায় মনে আসতেছে না।

Gentlemen, you can't fight in here, this is the war room!

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

ভাই অনেক দিন পরে.... তা দেখি ম্যালা মন খারাপ  worried

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

ক্যনাবিস সুইডেনে ইলিগ্যল নাকি?  surprised

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

হুম ভালো লিখেছেন...... আপনার স্যাটায়ার মিস করি ...... কুচ্ছিত হাসের ছানা ......

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

আহ্‌ চমেতকার লিখেছেন ভাইজান  thumbs_up

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

হুদাই গ্যাজায়া কামটা ভাল করলেন না ভাইজান!
এখন তো আমারও গ্যাজাইতে ইচ্ছা করতেছে  tongue_smile

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

বরাবরের মতো এই লেখা ভালো লাগলো। কিন্তু ছন্নছাড়া হয়ে গেছে। প্রতি মাসেই আপনার এমন একটা আজাইড়া টপিক চাই big_smile

আমেরিকায় চলে যাবেন নাকি ? আর সুইডেনের পড়াশোনা করা কি শেষ ?

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: হুদাই গ্যাজাইলাম (১৫/১১/২০১৩)

Gentlemen, you can't fight in here, this is the war room!