Re: নেক্সাস ৭ ট্যাব বিষয়ে পরামর্শ প্রয়োজন
যা হোক, অ্যান্ড্রয়েডে যে কিন্ডল রিডার পাওয়া যায় সেটা সম্ভবত সফটওয়্যারটা। কিন্তু কিন্ডল ফায়ার বা এইচডিতে স্ক্রিনটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে বেশিক্ষণ বই পড়লেও চোখে প্রেসার পড়ে না। এমনকি কড়া দিনের আলো কিংবা অন্ধকারেও কোনো সমস্যা হয় না।
ওটা তো নরমাল TFT স্ক্রিন ই। ওটার ডিসপ্লে এবং নেক্সাসের ডিসপ্লে তো একই হওয়ার কথা। সফ্টওয়্যার সাইডে হয়ত কিছু করে এমন করতে পারে। তবে আসল e-Ink ডিসপ্লের মজা পাবেন না। শিওর।