টপিকঃ একজন মুমূর্ষ মায়ের জন্য জরুরী ভিত্তিতে A(-) রক্তের প্রয়োজন
একজন মুমূর্ষ মাকে বাঁচাতে জরুরী ভিত্তিক "এ নেগেটিভ" রক্তের প্রয়োজন। প্লিজ, কারো এ নেগেটিভ রক্ত থাকলে এই বলে চুপ থাকবেন না যে, অপর কেউ দিয়ে দিবে। আপনার মত সবাই এরকম ভাবলে রক্ত পাবো কোথায়? আমরা কোথাও রক্ত পাচ্ছি না। সেই মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সম্প্রতি তিনি বাচ্চা জন্ম দিয়েছেন এবং তার একটি কিডনী নষ্ট। সব মিলিয়ে অবস্থা গুরুতর পর্যায়ে। প্লিজ নিজেদের বন্ধু মহলে খোঁজ নিন, অন্তত:পক্ষে এই স্ট্যাটাস টি শেয়ার করুন নিজের টাইমলাইনে ও বিভিন্ন পেজে। যোগাযোগ- মো: বাবলু। (রোগিনীর স্বামী) মোবা: 01727567161(উপরের নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন।)