টপিকঃ রবির পোস্ট পেইড সিমের সাহায্য চাই।
রবি পোস্ট পেইড কিনলে ৬ মাস পর্যন্ত ৪৮৮ টাকায় আনলিমিটেড প্যাকেজ দিবেন...তাই তো?
রবির পোস্ট পেইড কিনলে ৩০০ টাকা রিচার্জ করলে নাকি ৫০০ টাকা বোনাস? তাহলে ৮০০ টাকা হবে এই টাকা কি আমি ইন্টারনেট নিয়ে খরচ করতে পারবো?
আর যদি আনলিমিটেড প্যাকেজ নিই তাহলে গ্রামিনফোনের মত ৫জিবি লিমিট করে দেবে না তো? ৫ জিবির পরে ব্যাবহার করলে স্পিড ২কেবি হয়ে যাবে এমন নাই তো?