বোরহান লিখেছেন:বহু কষ্টে ফেসবুক অ্যাকাউন্ট ইন্ট্রিগ্রেট করলাম, ২ স্টেপ ভেরিফিকেশন বন্ধ করে নিতে হল।
যাহোক এখন ফেসবুক, টুইটার নোটিফিকেশন, লাইক, কমেন্ট, চ্যাট সবই করা যাচ্ছে
এত পরে...... আমি কেনার পরপরই অগুলা এ্যাড করে নিয়েছি। একারনে সোশ্যাল নেটওয়ার্ক এর জন্য আলাদা কোন এ্যাপই লাগছে না।
আজকে ভয়েস কমান্ড বা স্পিচ রিকগনিশন ফীচারটা টেস্ট করলাম। ভালই কাজ করছে। অফলাইনে কল, টেক্সট, যেকোন এ্যাপ চালু করা এবং ওয়ান নোট এ ভয়েস নোট সেভ করা যাচ্ছে খুব smoothly। তাছাড়া অনলাইনে থাকলে টেক্সট টাইপ করা বা সার্চ করা যাচ্ছে ভালভাবেই।
মজার ব্যাপার হচ্ছে আমার কাছে এটার ভয়েস সার্ভিস Google Now এর চেয়ে বেশি ভালো মনে হয়েছে। Google Now ইউজ করার জন্যে সবসময় অনলাইন থাকতে হয়। কিন্তু WP8 এ কিছু কিছু কমান্ড অফলাইনেই ইউজ করা যায়। তাছাড়া এর আগে যখন Google Now ব্যাবহার করেছিলাম তখন দেখেছি স্পিচ ডিটেক্ট করতে ২০ থেকে ৩০ সেকেন্ড সময় নিত। আবার কোন কিছু স্পিচ দিয়ে সার্চ করার সময় আমার উচ্চারন ঠিক মত ডিটেক্ট করত না। ফলে এক জিনিশ সার্চ করতে গেলে আরেক জিনিশ খুজে পেতাম।
কিন্তু WP8 এর ভয়েস কমান্ড কয়েক সেকেন্ডেই আমার উচ্চারন ঠিকমত ধরতে পারছে। প্রায় ত্রিশ বার বিভিন্ন বাক্য দিয়ে সার্চ করেছি এর মধ্যে স্পিচ ডিটেক্ট করতে ভুল করেছে দুইবার এর মত। বাদবাকি গুলা পারফেক্টলি উচ্চারন ডিটেক্ট করতে পেরেছে।
বাইদ্যাওয়ে আমি কিন্তু ব্রিটশ বা আমেরিকান এক্সেন্টে ভয়েস কমান্ড ইউজ করি নাই । সাধারনত যেভাবে কথা ইংরেজি বলি সেভাবেই ট্রাই করেছি।
সার্ভিসটা একেবারে খারাপ না। তবে মাইক্রোসফট যদি এইটারে দুই-একবছর সময় নিয়ে আরো ডেভেলপ করে তবে siri'র একটা কাছাকাছি রকমের অল্টারনেটিভ বানানো যাবে।
Siri একটা জিনিশ। এইটার ধারেকাছে কেউ যাইতে পারে নাই এখনো।