Re: আজ থেকে শুরু হচ্ছে আই,পি,এল
আসলে শিপলু ভাইয়ের কথাগুলি ঠিকই। ক্রিকেটের নানা ধরনের মধ্যে ২০-২০ একটা নতুন মাত্র। টেস্ট আর ওয়ানডের মজা আসলে অন্য জায়গায় যা ২০-২০তে পাওয়া যায় না। তাই এক কথায় বললে সবগুলোই থাকা উচিত। তবে আই.সি.সি.র ২০-২০র ওপর যে ৭ম্যাচের লিমিট সেটা তোলা উচিত। এতে সমভাবে সকল ধরনের খেলাই সম্ভব হবে আর যারা যেটা পছন্দ করে তারা সেটা উপভোগ করতে পারবে সারা বছর জুড়ে।
Re: আজ থেকে শুরু হচ্ছে আই,পি,এল
সিক্স-এ-সাইডের মত ২০-২০ ও হারিয়ে যাক, এই দোয়াই করি। আমিন।
আমিন।
রয়েল টেকনোলজি | সমকাল দর্পণ | আমার ফেসবুক প্র্রোফাইল | আমার ফেসবুক পেজ | আমার গুগল+
৪৫ ০৮-০৬-২০০৮ ০২:৪৭ সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (০৮-০৬-২০০৮ ০২:৪৯)
Re: আজ থেকে শুরু হচ্ছে আই,পি,এল
ফাইনালে আমি রাজস্থান ছিলাম। শেষ কয়েক ওভারে স্নায়ুর জোর এর ভাল একটা পরীক্ষা হয়েছে।
আইপিএল এর এ ২০-২০ লীগ এর পর আজকে থেকে শুরু হওয়া ইউরো কাপে কোনো মজা পাচ্ছি না, কেন জানি।
Re: আজ থেকে শুরু হচ্ছে আই,পি,এল
ইউরো কাপে মজা না পাইলে কি হইছে...
কিট প্লাই কাপ আসে না।
আমগো দেশের সোনার ছেলেরা, আবার জিগাই,
কোপাইতে মজা......:clap::-S%-(