টপিকঃ দীনহীন এতিম কাঙ্গাল ক্যামেরায় তোলা কিছু ছবি।
ইদানীং অনেকেই গরীব ক্যামেরা, মধ্যবিত্ত ক্যামেরা ইত্যাদিতে তোলা ছবি শেয়ার করছেন। এই সুযোগে আমিও আমার দীনহীন এতিম কাঙ্গাল ক্যামেরায় তোলা কিছু ছবি শেয়ার করছি।
পড়ন্ত বিকেলে এলিয়ে দেয়া ক্লান্ত শরীর।
বেড ইজ এ্যা লাক্সারী, বাট স্লিপিং ইজ নট।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরের দৃশ্য। শহরের ভেতরে এক চিলতে গ্রাম।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরের আরেকটি দৃশ্য।