টপিকঃ ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২২-১১-২০১৩ ২১:৫৫)

Re: ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

Re: ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

নোনা পানি আর মিঠা পানির ক্যাটেগরী থাকতে পারে -- থাকাটা অস্বাভাবিক মনে হয় না। এছাড়া গেম ফিশ নামক ক্যাটাগরীও থাকতে পারে।

আচ্ছা একটা ফিশিং পোলের স্ট্রিং কতটা শক্ত হয় যে এরকম বড় মাছ সেটা ছিঁড়ে বের হয়ে যেতে পারে না? উপরের দেড় হাজার পাউন্ডের মাছটাতো এ্যাতটাই বড় যে একজন মানুষকে গিলে খেতে পারবে।  thinking

আরেকটা জিনিষ: মাছ মারা আর মাছ ধরা কি একই জিনিষ? এ্যাতবড় মাছ আলগানো মানে তোলা তো  dontsee

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২২-১১-২০১৩ ২২:১৯)

Re: ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

Re: ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

তাহলে তো মনে হয় এইটা সেই মিস ওয়াল্ড আর মিস ইউনিভার্সের মত কাহিনী।  lol

শামীম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন আহমাদ মুজতবা (২২-১১-২০১৩ ২৩:২১)

Re: ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

সর্বশেষ সম্পাদনা করেছেন সদস্য_১ (২২-১১-২০১৩ ২৩:৫৩)

Re: ১৩৪ পাউন্ড ওজনের মাছ ধরে বিশ্ব রেকর্ড

টুনা সাধারনত গভীর জলের মাছ।

সুতা তখনই ছিড়ে যখন দু দিকে উল্টা টানে সুতায় টেনশন সৃষ্টি হয়। ঐযে বললাম টানা আর ঢিল দেয়া... মাছের ওজন লক্ষ পাউন্ড হলেও সমস্যা নেই। মাছ যত সুতা টানবে, রিল থেকে তত সুতা ছাড়া হবে। মাছ যত দ্রুত টানবে, তত দ্রুত ছাড়া হবে। প্রয়োজনে মাছ যে দিকে টানছে সে দিকে নৌকা(ইঞ্জিন চালিত) ছোটানো হবে। মাছ সুতা টানা বন্ধ করলে, সুতায় ঢিল পরলে রিলে সুতা গুটোন হবে। প্রসেস চলবে... ঘন্টা খানের পর মাছ এমনিতেই উপরে উঠে নিজ থেকে নৌকায় উঠার অনুরোধ করবে   tongue