টপিকঃ রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

ভন্ডীয় স্টায়ল রেসিপি। +

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

surprised আমি মাত্র কুমড়ার ছবি দিলাম আবার ফেবুতে!! আর এইখানে দেখি রেসেপি হাজির!!! বাহ!!  tongue_smile

আপনি মনে হয় কাচা লবণ খান! tongue মানে আলাদা করে লবণ নেন ভাতের সাথে!!!

থাক থাক কারো জোর করে কুম্বা আনতে হবে না worried আমি ফ্রিতে সব্বাইকে মিষ্টি কুম্বা দিয়া দিব, আমার কাছে এত্ত এত্ত গুলা আছে  big_smile

আর মিষ্টি কুম্বার সাথে পানি বেশি না দেয়াই ভাল! কারন এটার নিজের অনেক পানি আছে। বেশিপানি দিলে পান্সা হয়ে যায়! খেতে তখন এত ভাল লাগে না! তখন  কাচা লবণ মাখায় খেতে হয় স্বাদ করার জন্য!

এটা আমার ফেভারিট রেসেপি ^_^
বাসায় চিংড়ি আনা হইলেই মিষ্টি কুম্বা আর টকটকা লাল শাক এর সাথে আনা হবে আমার জন্য!  love love

রেসেপি ভালাই হইসে  thumbs_up খাবারের চেহারা দেখে মনে হইতেছে মজাই হইসে  tongue_smile
কঠিন জিনিশ তো ভালাই বানাইসেন wink ডিম ভাজতে গিয়ে "ডিম ঘন্টন" বানাইছিলেন কেন! wink  hehe

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

ওহ হো , হেব্বি মজাদার উপস্থাপনা  lol

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

আপনে আর পলশতো রেসেপির হালুয়া বানাইয়ে দিতেছেন।  dream

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

মজাদার উপস্থাপনা

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

উপস্থাপনা ভালো হয়েছে বন্ডু ভাই , রান্নাবান্না করলেন কিন্তু দাওয়াত তো দিলেন না দাদা। তা এই জিনিসটা খেতে কেমন হয়েছিলো, একটু জানাবেন। আমি আবার মিস্টি কুমড়া পছন্দ করি না। neutral

আমাকে কোথাও পাবেন না।

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

সবাইরে থেঙ্কুউউ ভেড়ি মাচ  love

পলাশ ভাই খাইতে ব্যাফুক স্বাদ হয়েছে , যে খেয়েছে সে আর আমার রান্না খাবার জন্য বসে থেকেছে  hehe । আমি কি আর রাঁধব নাকি মাত্থা খারাপ  cool

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

রান্না তো খুব ভালো হয়েছে... একজন আমার এলার্জির জন্য বেশী করে মিষ্টি কুমড়া, চিংড়ি, বেগুণ খেতে বলেছে...
আমি সেগুলো পছন্দ করিনা তবে এমন সুন্দর দেখতে তরকারী হলে...
( এসব খেতে খেতে একসময় মাস্ট সেল এতে অভস্থ্য হয়ে যাবে। এবং আর এলার্জি হবে না। তবে সেই রিস্কে আমি যাব কিনা জানি না )

১০

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

ফাডাফাডি কদুর ঘাটি  আইন্দ্যা ফেলিচেন ভন্দু ভাই ! আপ্নের বউ তো আপ্নেরে বগলে সান্ধাইয়া রাখবে !!! big_smile lol2

জানি আছো হাত-ছোঁয়া নাগালে
তবুও কী দুর্লঙ্ঘ দূরে!

লেখাটি CC by-nc-nd 3. এর অধীনে প্রকাশিত

১১

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

ভালো ভালো, খুব ভালো,
এলার্জি খাদ্য,
খাব এটা শখ করে,
নাই তার সাধ্য!  sad

যবে থেকে জেনেছি এ,
মাছ নহে, পোকা সব,
খেতে গেলে, পেট থেকে,
খাব না এ - কলরব।

চিংড়ি এ পোকা খেলে,
নাই অসুবিধা তো!
কাকড়া, বিছে আর মাছি,
খেতে পারো সত্য!!  nailbiting

ছড়াবাজ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: রেসিপি বাই জেমস বন্ড - মিষ্টি কুমড়া উইথ চিংড়ী পোকা

হালুয়া হইছে দেখি ......