বোরহান লিখেছেন:প্রক্সি সার্ভার লোকেশন দেখলাম থাইল্যান্ডে, কিন্তু মাইক্রসফট কমিউনিটি বলছে নোকিয়া ক্যামেরা লুমিয়া ৭২০ এর জন্য অফিসিয়ালি এ্যাভেইলেবল না, আর প্রক্সি ব্যবহার করে ফোনের আইডেন্টিটী তো লুকানো সম্ভব না (আইপি চেঞ্জ হচ্ছে মাত্র), তাহলে কাজ করছে কিভাবে?
প্রক্সিটার কাজই হচ্ছে এ্যাপস্টোরে ফোনের আইডেন্টিটি চেঞ্জ করে দেয়া। কাজেই তখন প্রায় সব এ্যাপই স্টোরে পাওয়া যায়। আগে আরেকটা আইপি ছিল সেটা দিয়ে এইচটিসি বা স্যামসাং এক্সক্লুসিভ এ্যাপগুলোও লিস্টে আসতো (তবে ইন্সটল করা যেত না)
যাহোক, আইডেন্টিটি চেঞ্জ করলেও হবে না। ঝামেলা আছে আরো। আসুন দেখি কি কি চেঞ্জ করতে হবে।
ক) রিজিওন: ওই আইপি ব্যাবহার করার সময়ে আপনার লোকেশন দেখাতে হবে আমেরিকার। সেটা করার জন্য প্রথমত ফোনের রিজিওনাল সেটিংস আমেরিকা বা ইউকে করে দিবেন। ফরম্যাট যেকোন একটা থাকলেই হয় (আমার বাংলাদেশ দেয়া থাকে (ফোনের উপরে বাংলায় তারিখ দেখতে ভালই লাগে)
খ) লোকেশন সার্ভিস: লোকেশন সিকিউর করার জন্য লোকেশন সার্ভিসও অফ করে দিন সেটিংস থেকে। তাহলে অটোমেটিক চেক করার সুবিধাও থাকবে না স্টোরের।
গ) টাইমজোন: আছেন আমেরিকায়, কিন্তু টাইমজোন বাংলাদেশের, অনেক সময় এখানেই ঘাপলা বেধে যায়। কাজেই টাইমজোন ও চেঞ্জ করে আমেরিকায় নিতে হবে। আমি সবসময় "এ্যারিজোনা" দিয়ে এসেছি। কাজ করে।
ঘ) প্রক্সি সেটাপ করে নিয়েছেন ধরে নিচ্ছি।
ঙ) এবার নোকিয়া ক্যামেরাতে যান (স্টোর থেকে সরাসরি নাও পেতে পারেন, সেক্ষেত্রে বিং ভিশন বা "সিস্টেম এ্যাপস" এ্যাপ ইউজ করে যেতে পারেন। কপাল ভাল হলে "ইন্সটল" অপশন দেখতে পারবেন, না হলে ফোন রিবুট করে ট্রাই করুন।
পুনঃ বেশ কয়েকবার ট্রাই করা লাগতে পারে।
চ) প্রক্সি বেশ স্লো, কাজেই বিশাল সময় নিয়ে এক সময় দেখা যাবে ডাউনলোড পেজে নিয়ে যাবে। লেখা আসবে, "ডাউনলোডিং"
ইয়েস! তবে না ........ খুশি হওয়ার কোন কারন নাই, পরমূহুর্তেই দেখা যাবে "রিকোয়্যার এটেনশন" মেসেজ দিয়ে বসে আছে।
ছ) ঘাবড়ানোর কিছু নেই। ফোন ভেরিফিকেশন, স্টোর ভেরিফিকেশন শেষ হওয়ার পর ডাউনলোড শুরু করতে গিয়ে ঝামেলা হচ্ছে। এতটুকুই তো ? হোম বাটন প্রেস করে হোমস্ক্রীনে আসুন, সেটিং এ গিয়ে ওয়াইফাই এর প্র্ক্সি অফ করে দিন। ব্যাস। ডাউনলোড পেজে রিটার্ন করে "রিট্রাই' মারুন। দেখবেন সুন্দর মত ডাউনলোড শুরু হয়ে গেছে। ১২মেগা ফাইল, খানিক্ষনের মধ্যেই ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে।
ব্যাস! হয়ে গেল।
এইবার, এ্যাপ ইন্স্টলের জন্য যেসব সেটিংস চেঞ্জ করেছিলেন সেগুলো আগের মত করে নিতে পারেন।
(আমি এই পদ্ধতিতে "রিফোকাস" এ্যাপটাও ডাউনলোড করেছিলাম, তবে এ্যাপটা পুরা ভুয়া। নোকিয়ার পক্ষ থেকে নোকিয়া মিউজিকের পর দ্বিতীয় আরেকটা এ্যাপ পেলাম যেটাকে আমি ২ স্টার দিয়েছি।