সর্বশেষ সম্পাদনা করেছেন gmaula (০৭-০৮-২০১৩ ১২:০২)

টপিকঃ উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

আমি আমার পিসিতে দীর্ঘ ৩বছর যাবত উইন্ডোজ এর XP SP2 অপারেটিং সিসটেম ব্যবহার করে আসছিলাম। কিন্তু মাস দুয়েক হবে আমি আমার পিসিতে উইন্ডোজ সেভেন ব্যবহার শুরু করি। আর আমার পিসিতে ইন্টারনেট ব্যবহার করাই আমার কাছে বেশি দরকার এবং আমার কাজের প্রয়োজনে আমাকে একটির অধিক ওয়েব ব্রাউজার ব্যবহার করতে হয়।

আমি বর্তমানে ফায়ারফক্স, গুগলের ক্রোম এবং ক্রোমিয়াম নির্ভর অপেরা ও কমোডো ড্রাগন ব্রাউজার ব্যবহার করি।

কিন্তু সমস্যা হচ্ছে যে,আমি যখন গুগলে ক্রোম বা ক্রোমিয়াম নির্ভর অপেরা ও কমোডো ড্রাগন ব্রাউজার ব্যবহার করে একটির অধিক ট্যাব ওপের করি, তখন আমার পিসির গ্রাফিক্স হারিয়ে যায়। এই অবস্থায় পিসি রিষ্ট্যাট দেওয়া ছাড়া আর কোন উপায় থাকে না। অনেক সময় একটি ট্যাবে ভারী কোন পেজ ওপেন করলেও একই সমস্যার সৃষ্টি হয়।

এর দ্রুত সমাধান চাচ্ছি।

বিঃদ্রঃ আবার যখন উইন্ডোজ XP ব্যবহার করছি, তখন ক্রোম ব্যবহারে কোন সমস্যা হচ্ছেনা। শুধুমাত্র উইন্ডোজ সেভেন এর ক্ষেত্রে এই সমস্যার সৃষ্টি হচ্ছে।

Re: উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

পিসির কনফিগারেশান জানান।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

আপনার পিসির কনফিগার জানান দেখি কোন উপায় করে দিতে পারি কিনা।

Re: উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

Re: উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

র্যাম?

Ctrl+Alt+Del দিয়ে টাস্ক ম্যানেজারে দেখুন ব্রাউজার কেমন রিসোর্স খাচ্ছে, বা অন্য কোনও প্রসেস অস্বাভাবিক রিসোর্স নিচ্ছে কীনা।

"No ship should go down without her captain."

হৃদয়১'এর ওয়েবসাইট

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

উইন্ডোজ সেভেন এর জন্য আপডেট গ্রাফিক্স ড্রাইভার ডাউনলোড করে সেটাপ দেওয়ার পর এখন মনে হ্ছে সমস্যার সমাধান হয়ে গেছে। এবং আশা করা যাচ্ছেআর সমস্যা হবে না। smile

Re: উইন্ডোজ সেভেন এ ক্রোম ব্যবহারে সমস্যা

আমারও একই মাদারবোর্ডে একই সমস্যা ছিল। ড্রাইভার আপডেট দিলাম। দেখি আল্লাহ্ রহম করে কিনা।