টপিকঃ ফালতু টিপস ৬: পেন ড্রাইভের লুকানো ডেটা ফিরিয়ে আনা
[ডিসক্লেইমার: ফোরামে সম্ভবত আমি-ই একমাত্র ব্যক্তি যে সবার কাছ থেকে উপকার নিয়ে বেড়ায় কিন্তু অন্যকে উপকার করার কোনো সাধ্য নাই- কারণ আমি টেকি-অন্ধ! কিন্তু মাঝেমধ্যে সাধ-আহ্লাদ হয় দুয়েকটি টিপস দেবার। এই ফালতু টিপস সিরিজ সেরকমই আহ্লাদের আউটপুট। আমরা মাঝেমধ্যেই এমন কিছু সমস্যায় পড়ি যেগুলো অন্যকে বললে হাসবে, কিন্তু যে সমস্যায় পড়েছে তার কাছে সেগুলো বিশাল কিছু একটা! ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এসব সমস্যার সমাধান কীভাবে করা হয়েছে- তারই ভিত্তিতে এই সিরিজ চলবে। সুতরাং ফালতু টিপস থেকে সিরিয়াস কিছু আশা করা যাবে না।]
ক'দিন আগে অফিসের ল্যাপটপে পেন ড্রাইভ ব্যবহার করার পর এক অদ্ভুত সমস্যায় পড়েছিলাম। অফিসে পেন ড্রাইভটি ব্যবহারের পর বাসার ল্যাপটপে ব্যবহার করতে গিয়ে দেখি, কোনো ডেটা দেখাচ্ছে না; বদলে অদ্ভুত কিছু শর্টকাট দেখাচ্ছে। কিন্তু প্রপার্টিজে গেলে ঠিকই পেন ড্রাইভ ফুল দেখাচ্ছে, অর্থাৎ পেন ড্রাইভে সমস্ত ফাইল ঠিকই রয়েছে কিন্তু কোনো কারণে দেখাচ্ছে না। অ্যান্টিভাইরাস দিয়ে, ম্যালওয়ার চেকার দিয়ে চেক করলাম- কাজ হয় নি। অফিসের ল্যাপটপে ব্যাকটেরিয়ার মতো ভাইরাস গিজগিজ করে, কখনও অ্যান্টিভাইরাস দিয়ে পরিষ্কার করে না।
পেন ড্রাইভে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল ছিল, কীভাবে সেগুলো উদ্ধার করা যায় তাই নিয়ে বেশ কিছুক্ষণ গুগল করার পর যে সমাধানটি পেলাম, তাতে আমার সমস্যার সমাধান হয়ে গেছে । তাই ভাবলাম সেটি শেয়ার করি।
আপনার পেন ড্রাইভে কখনও এরকম হলে প্রথম অ্যান্টিভাইরাস ও ম্যালওয়ার চেকার দিয়ে স্ক্যান করিয়ে নিন। তারপর পেন ড্রাইভটি ল্যাপটপে লাগিয়ে Start থেকে Run-এ গিয়ে কমান্ডে নিম্নোক্ত কমান্ডটি দিন:
attrib -h -r -s /s /d g:\*.*
g-এর বদলে আপনার পেন ড্রাইভটির লেটার বসিয়ে দিন।
তারপর রিফ্রেশ করে পেন ড্রাইভে ডাবল ক্লিক করে দেখুন তো, ফাইলগুলো ফেরত এসেছে কিনা?
ফালতু টিপসের জন্য কি বিরক্ত হচ্ছেন?