টপিকঃ ফেসবুক সম্পর্কে হেল্প করেন
আমার ফেসবুক আইডিটি অনেক আগে যখন ইয়াহু ব্যবহার করতাম তখন ইয়াহু ইমেইল ব্যবহার করে তৈরী করা। ওই আইডি এখন ব্যবহার করিনা। এখন জিমেইল ব্যবহার করি। ফেসবুকে লগইন করতে হয় ঐ আইডি ব্যবহার করে। আমি চাচ্ছি আমার জিমেইল আইডি দিয়ে ঐ একাউন্টে লগইন করতে। এটা কি সম্ভব? ফেসবুক থেকে ইয়াহু আইডি মুছে জিমেইল করে দিয়েছি। কিন্তু লগইন করতে গেলে ইয়াহু আইডিটিই লিখতে হয়। এর সমাধান কী?