টপিকঃ অ্যান্ড্রয়েড ফোনে সমস্যা: স্যামসাং গ্যালাক্সি ওয়াই ফোন হ্যাং হচ্ছে
আমার স্যামসাং গ্যালাক্সি ওয়াই ফোনের বয়স প্রায় দেড় বছর। মাসখানেক ধরে ফোনটি প্রায়ই হ্যাং করছে। এই সময়ে তেমন কোনো সফটওয়্যার ইনস্টল করি নি বা এ-ধরনের সমস্যা হতে পারে এমন কোনো কাজ করি নি। তাছাড়া আরেকটি বিষয় খেয়াল করলাম- আমার ফোনের ইন্টারনাল মেমোরি খুব তাড়াতাড়ি ভরে যাচ্ছে। নেটে যুক্ত হলে আগে যেখানে প্রতিটা সফটওয়্যারই আপডেট করতে পারতাম, এখন সেটা আর পারি না। একটি বা দুটি আপডেট হলেই ফোনের ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যায়। এ অবস্থায় কী করণীয়?
ফোনের কিছু বর্ণনা:
১. ইন্টারনাল মেমোরি: ১৯০ মেগা
২. কার্নেল ভার্সন: ২.৬.৩৫.৭; অ্যান্ড্রয়েড ভার্সন: ২.৩.৬
৩. অ্যান্টিভাইরাস: লকআউট
৩. ডিফল্ট প্রোগ্রাম ছাড়া ইনস্টল করা আছে: ব্যাকাপ কন্টাক্টস, ড্রপবক্স, বাবল শুট, অ্যান্ড্রয়েড অ্যাসিস্টেন্ট, এভারনোট, হিস্টোরি ইরেজার, ইনস্টাগ্রাম, রিদমিক কিবোর্ড, প্রথম আলো, গুডরিডস, লেটারওয়ার্স, ওপেরামিনি ও সলিটায়ার।
বি.দ্র. কোনো কারণে ফোন বন্ধ করে চালু করতে গেলে মিডিয়া স্ক্যান করতে প্রায় মিনিট দশেক সময় নেয়। অনেক সময় তার চেয়েও বেশি সময় নেয়।
আপনাদের সহায়তা কাম্য।