টপিকঃ ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার
কিছু বিষয়ে সবার মতামত চাচ্ছি...
১। এন্ড্রয়েড মোবাইলে কিছুদিন আগে একটা এপ দেখলাম নাম anyshare এমেজিং সফট/এপ!!!! ৭০০ মেগা আকারের মুভি ২ মিনিটে কিংবা তারও কম সময়ে ট্রান্সফার হচ্ছে এক এন্ডু থেকে আরেক এন্ডুতে। ধরলাম সেটা ওয়াই-ফাই ইয়ুজ করছে কিন্তু যে মোবাইলে ওয়াইফাই নেই মানে শুধু ব্লুটুথ সেটাতেও দ্রুত ট্রান্সফার হচ্ছে... অত দ্রুত নয় কিন্তু নরমাল স্পিডের চেয়ে অনেক বেশী দ্রুত... । তো আমি এমন সফট বা এপ খুঁজছি ম্যাকিন্টোস জন্য যাতে আমি সহজে জাস্ট ড্রাগ এন্ড ড্রপের মত কোন এন্ডু বা ওয়াই-ফাই যুক্ত কোন মোবাইলে দ্রুত ফাইল পাঠাতে পারব।
২। একটা সফট পেলাম নাম feem কিন্তু বুঝলাম না অনেক সফটের মত এটাও অনেক ফ্লাটফর্মে ফ্রি হলেও ম্যাকের জন্য ৫ ডলার
৩। বা ম্যানুয়ালি কোন ভাবে যদি এফটিপি সেট করা গেলেও হবে। মোবাইলটিকে আইপি সেট করে রাখব। যখন রেঞ্জে আসবে ঝামেলা ছাড়াই ফাইল শেয়ার করা যাবে।
৪। ম্যাকের সাথে ইথারনেট বা ক্যাট-৫ কেবল লাগালে জানালা ও ম্যাকে কোন কোডিং বা কঠিন উপায় ছাড়া কিভাবে ফাইল শেয়ার/ ড্রাইভ শেয়ার করা যাবে??
৫। জানালা পিসিতে যদি ইউএসবি ওয়াই-ফাই কার্ড লাগাই তবে কি ম্যাক থেকে তার ছাড়াই সহজে দুই পিসির ওয়াই-ফাই ইয়ুজ করে দ্রুত ফাইল শেয়ার করা যাবে?? গেলে কিভাবে
৬। উপড়ের ফিমের মত বিকল্প কোন ফ্রি সফট বা এপ আছে যা ইউন্ডোজ মোবাইল, এন্ডয়েড, ওএসএক্স, জানাল এমন ক্রস প্লাটফর্ম এপ/সফট আছে ??