১ ১৩-১১-২০১৩ ০৬:১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১৩-১১-২০১৩ ০৬:২০)
Re: মাছেদের ভর্তা! :3
সামনে বাড়ি গেলে আম্মাজানের হাতে এই রেসিপি তুলে দিতে হবে
৫ ১৩-১১-২০১৩ ১৪:০০ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১৩-১১-২০১৩ ১৪:০২)
Re: মাছেদের ভর্তা! :3
Re: মাছেদের ভর্তা! :3
জিভে জল আনানোর জন্য আপনাকে মাইনাস।
Re: মাছেদের ভর্তা! :3
Re: মাছেদের ভর্তা! :3
সুন্দর রেসিপি পোষ্ট কিন্তু রান্না করে খাওয়াতে হবে কিন্তু এসব ।
Re: মাছেদের ভর্তা! :3
ভর্তার জন্য গোলাম হয়ে থাকতেও পারি
ভাল সব রেসিপি দিয়েছ। টাকি মাছটা পুড়িয়ে ভর্তা করলে কিন্তু খুব মজা হয়।
Re: মাছেদের ভর্তা! :3
Re: মাছেদের ভর্তা! :3
দারুন পোস্ট। আমার তো এখনি সব বানাতে ইচ্ছে করছে
Re: মাছেদের ভর্তা! :3
আহ, আজকে খালি কাবার আর খাবার
ভর্তা আমার বেশ প্রিয়, তবে কয়েকটা এরিয়ে চলি।
Re: মাছেদের ভর্তা! :3
আপনি বানায়া খাওয়ালে স্যালাইন ছাড়াই যাব। ভালো জিনিস খাওয়ার পরে না হয় একটু কষ্টই করলাম।
Re: মাছেদের ভর্তা! :3
Re: মাছেদের ভর্তা! :3
Re: মাছেদের ভর্তা! :3
Re: মাছেদের ভর্তা! :3
২০ ১৪-১১-২০১৩ ০২:৩২ সর্বশেষ সম্পাদনা করেছেন Jol Kona (১৪-১১-২০১৩ ০২:৩৩)
Re: মাছেদের ভর্তা! :3
উদাদা এই সব জারের খাবার যত কম কম খাবেন তত ভাল -_-
বিশেষ করে বাংলাদেশি প্রোডাক্ট! একদম
আর "প্রানের তো কোন প্রোডাক্টই কিনবেন না .................. এমনিতে সব ভেজালের তার উপর এটা আরও বেশি ভেজাইল্যা!
ভর্তা ইনস্ট্যান্ট বানাবেন! ইনস্ট্যান্ট খাবেন! এত সর্টকাট ভালা উহু!
কোয়ালিটি কন্ট্রোলের নামে এরা কি কি যে দেয় আল্লাহ মালুম!! বুঝে শুনে দেখে কিনবেন উদাদা!