টপিকঃ Xperia Ray তে সমস্যা
আপুর এক্সপেরিয়া র্যে নিয়া পরছি সমস্যায়
মোবাইলে ব্লুটুথ অন করার সাথে সাথে ফোন রিস্টার্ট নিল । এখন সনি এক্সপেরিয়া লেখা এসেই আবার রিস্টার্ট নেয় । কিছুই বুঝলাম না । ভার্ষন আপডেট করা হইসে ।
এখন কি করতে পারি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » Xperia Ray তে সমস্যা
আপুর এক্সপেরিয়া র্যে নিয়া পরছি সমস্যায়
মোবাইলে ব্লুটুথ অন করার সাথে সাথে ফোন রিস্টার্ট নিল । এখন সনি এক্সপেরিয়া লেখা এসেই আবার রিস্টার্ট নেয় । কিছুই বুঝলাম না । ভার্ষন আপডেট করা হইসে ।
এখন কি করতে পারি?
সমস্যা*
আমার প্রো তেও এই কাহিনী হইছিল। পরে সম্ভবত সিস্টেম রিস্টোর বা রম ফ্ল্যাশ দিয়ে ঠিক করছিলাম।
এটা নামায়া ইন্সটল দেও। এরপর এখান থেকে Windows ভার্সন নামায়া পিসিতে ইন্সটল দিবা। ইন্সটলের সময় ফোনের ব্র্যান্ড সিলেক্ট দিও সনি বা সনি এরিক্সন। এরপর সনি আপডেট সারভিস চালু করলে স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন আসবে। কম্পুতে ইন্টারনেট চালু থাকতে হবে। হাই স্পিড হইলেও ১ ঘন্টার মত লাগতে পারে।
এটা নামায়া ইন্সটল দেও। এরপর এখান থেকে Windows ভার্সন নামায়া পিসিতে ইন্সটল দিবা। ইন্সটলের সময় ফোনের ব্র্যান্ড সিলেক্ট দিও সনি বা সনি এরিক্সন। এরপর সনি আপডেট সারভিস চালু করলে স্টেপ বাই স্টেপ ইন্সট্রাকশন আসবে। কম্পুতে ইন্টারনেট চালু থাকতে হবে। হাই স্পিড হইলেও ১ ঘন্টার মত লাগতে পারে।
বুঝি নাই! ফোনই তো অন হয়না! প্রথমটা ইন্সটল কেমনে দিতাম?
বুটলুপে পড়েছে। রম ফ্ল্যাশ দেয়া ছাড়া উপায় নেই।
ফ্লাসটাই কিভাবে দিব? USB ডেবাগিং তো অন করা নাই
ওয়ারেন্টি যেহেতু নাই তাই গিক টাইপের সমাধান আছে আমার কাছে। সনির স্টক রম ফ্লাস দিতে হবে। Flashtool ব্যবহার করে কাজটা করা যাবে।
হুম! কিন্তু কিভাবে! ওয়ে টা তো বলতে হবে!
রিকভারি মোডে অন করার চেস্টা করলে কি মেসেজ দেখায়?
আমি ফোনটা অনই করতে পারতেসি না । অন হয়ে লক স্ক্রিন আসে ২সেঃ থাকে! তারপর অফ
মনে হচ্ছে হার্ড বুটলুপে পড়েছে। হার্ডবুটলুপ আর সফটব্রিক একই ব্যাপার। যাইহোক এক্সডিএ এর এই টপিকটা দেখতে পারেন
http://forum.xda-developers.com/showthr … ?t=1492805
ফোন অন করা আর রিকভারী মোডে অন করা এক ব্যাপার নয়। ফোনের পাওয়ার বাটন+ভলিউম আপ/ডাউন কি একসাথে চেপে ফোন অন করার চেস্টা করুন। কাজ না হলে তারপর উপরের পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন।
ফ্লাসটাই কিভাবে দিব? USB ডেবাগিং তো অন করা নাই
ডিবাগিং লাগবে না সম্ভবত। পিসিতে সনির পিসি কম্প্যানিয়ন ইন্সটল করা আছে? ড্রাইভারের জন্য এটা লাগবে।
সনির SEUS দিয়েও হবে, আবার ফ্লাশটুল দিয়েও হবে। SEUS এ সময় বেশী লাগে আর নেট কানেকশন থাকা লাগে। ফ্লাশটুলে এতসব লাগেনা, এফটিএফ ফাইল নামিয়েই কাজ চলে যায়।
ফ্লাশটুল আর সনির স্টক রমের এফটিএফ ফাইল নামান। তারপর এফটিএফ ফাইল \Flashtool\firmwares এ রেখে দিন। তারপর ফ্লাশটুল ওপেন করে লাইটনিং বোল্ট চিন্হিত বাটনে ক্লিক করুন। ফ্লাশমোড সিলেক্ট করুন। তারপর রম ফাইলটি সিলেক্ট করে ফ্লাশ বাটনে ক্লিক করুন। কিছুক্ষণ পর সেট ফ্লাশমোডে কানেক্ট করতে বলবে, সেট অফ করে ভলিউম ডাউন বাটন চেপে পিসির সাথে সেট কানেক্ট করুন। রম ফ্লাশ হওয়া স্টার্ট হয়ে যাবে। কিছুক্ষণ পরে সেট রিস্টার্ট করতে বলবে/নিজে থেকেই রিস্টার্ট হবে।
দক্ষিণের-মাহবুব ভাই আরো ভাল করে বুঝিয়ে বলতে পারবেন।
বি:দ্র ১: এই পদ্ধতি এক্সপেরিয়া মিনিতে ফলো করা। রে তেও আলাদা কিছু হবার কথা না।
বি:দ্র ২: সেটের কিছু হইলে আমি দায়ী না।
বি:দ্র ৩: লিংক থেকে স্টক রম নামাবেন, আবার কাস্টম রম নামিয়ে ফ্লাশ দিয়েন না।
বি:দ্র ৪: আরও ভাল করে বুঝতে এক্সডিএ তে রে এর ফোরামে ঘুরাঘুরি করুন।
বি:দ্র ৫: কাজ হলে খাওয়াবেন, শামীম ভাইয়ের খাবারের ফটোর টপিক দেখে ক্ষুধা লাগসে।
EDIT:
বি:দ্র ৬ : বলতে মনে ছিল না, সেটের মেমরীতে থাকা সব রকম ডাটা (কন্টাকস/অ্যাপস/ফাইল) মুছে যাবে।
ফোনের পাওয়ার বাটন+ভলিউম আপ/ডাউন কি একসাথে চেপে ফোন অন করার চেস্টা করুন। কাজ না হলে তারপর উপরের পদ্ধতি ট্রাই করে দেখতে পারেন।
সব বাটন চেপে রাখলেও লাভ নেই, সনিতে স্টকে কোন রিকভারী দেয়া থাকে না (এটলিস্ট ২০১০-১১ এর মডেলে)। কাস্টম রিকভারী ছাড়া উপায় নেই।
পদ্ধতি ১. ফ্লাসটুল দিয়ে স্টক রম ফ্লাস দিতে হবে।
পদ্ধতি ২. কাস্টম কার্ণেল ফ্লাস দিয়ে তারপর রিকভারী থেকে স্টক রম ফ্লাস দিতে হবে
পদ্ধতি ৩. কাস্টম কার্ণেল+কাস্টম রম ফ্লাস দিতে হবে। তবে এর জন্য আগে বুটলোডার আনলক করতে হবে।
ট্রাই করার মেথড ক্রমান্বয়ে যেতে হবে। জানিনা কোনটা কাজ করবে। আপনি ঢাকায় আছেন নাকি ভোলা? ঢাকায় থাকলে সমাধান করে দিতে পারতাম।
**ফোনে রিকভার করার জন্য দুটো মোড থাকে। ফ্লাস মোড আর ফাস্টবুট মোড। আমার lww তে ভলিউম আপ প্রেস করে ইউএসবি দিয়ে লাগালে ফ্লাসমোডে কানেক্ট হয় আর ডাউন প্রেস করলে ফাস্টবুট মোডে। ফ্লাসমোডে কানেক্ট হলে সবুজ রংয়ের লেড জ্বলে উঠবে আর ফাস্টবুট মোডে কানেক্ট করলে নীল লেড। আপনার রে তে ভিন্ন থাকতে পারে। কম্বিনেশন এর জন্য গুগল করুন। ও হ্যা এগুলো করার আগে পিসিতে ড্রাইভার ঠিকঠাক মত ইনস্টল থাকতে হবে। বেশ অনেক আগে এই পোস্টটা লিখেছিলাম। ড্রাইভার সংক্রান্ত সমস্যা হলে এটা ফলো করুন।
আরে তাহমিদ ফ্লাস টুল দিয়া ফ্ল্যাশ মারতে পারলে তো হইতই ।
বুঝি নাই! ফোনই তো অন হয়না! প্রথমটা ইন্সটল কেমনে দিতাম?
চালু হইতে হবে না । আমি উপরে যেই লিঙ্ক দিসি সেটার সব পিসিতে ইন্সটল করতে হবে। মোবাইল চালু হবার কোন দরকারই নাই সফটয়ার দুইটা পিসিতে ইন্সটল হবার পর ইউএসবি ক্যাবল দিয়া পিসিতে কানেক্ট করে সনি আপডেট সারভিস অন করে স্টেপ বাই স্টেপ ফলো করো।
*মোবাইল অফ করেই লাগাতে হবে। ব্যাটারি খুলে ৩০ সেকেন্ড পর আবার লাগিয়ে এরপর পিসির সাথে কানেক্ট দিবা।
* ব্যাটারিতে মিনিমাম ৮০% চার্জ থাকা উচিত
এই পদ্ধতিতে আমি কমসেকম ৫ টা সনি ডিভাইস আনব্রিক করেছি। এটা ১০০% কাজ করবে যদি না বুট লোডার আনলক করা থাকে। এই সেটের বুটলোডার আনলক কেউ করেছে বলে মনে হয় না
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » মুঠোফোন » অ্যান্ড্রয়েড » Xperia Ray তে সমস্যা
০.০৮০০৪৯৯৯১৬০৭৬৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৮.২৬৯৮৩০১২৫৬২৮ টি কোয়েরী চলেছে