Re: রেসিপিঃ ফিরনি
ভালো হয়েছে... সাথে মাইনাস
Re: রেসিপিঃ ফিরনি
শেয়ার করার জন্য ধন্যবাদ।আমাদের বাসার দোতলায় এক পাকিস্তানী নানু থাকত।উনার হাতে একদিন কাশ্মিরী ফিরনি খেয়েছিলাম।এক কথায় অসাধারণ ছিল ।আজও মিস করি ঐ ফিরনির স্বাদ
।
Re: রেসিপিঃ ফিরনি
দুই ডায়েবেটিক রুগীর জ্বালায় এই গুলা ঘরে বানানো হারাম হয়ে গেছে! -_- মিষ্টি না খেতে না খেতে এমন অবস্থা! একটু মিষ্টি দিলেও মনে হয় গলা চুলকায়!
এই বার ঈদে ফিরনি করে দিতে বলছিলাম আম্মুকে। আমি আম্মুর মত এত ভাল পারি না বানাইতে!
আম্মা দেয় নাই দুঃখের চোটে সারা দিন খাই নাই কিছু!
ওহ আরও একটা কারন; মুরগির কোর্মা করতে বছিলাম, সেটাও দিল না!!!
আপু একটা বস্তা বানায় দেন তো। দুঃখ গুলাকে ওইটাতে ভরে রাখি
Re: রেসিপিঃ ফিরনি
ফোরামের জেসম থুক্কু জেমসের সহায়তায় সেদিন পায়েস বানিয়ে খাওয়া হয়েছিল। বিশাল হাঙ্গামার ব্যাপার! আপনারটা অবশ্য ফিরনি। এটা দিয়ে তো এখন আবার খাবার ইচ্ছেগুলো জাগিয়ে দিলেন। এখন ভাঙ্গা চাল কোথায় পাই? এজন্য আপনাকে মাইনাচ দেয়া গেল!
@জল কনা, এত বড় মেয়ে! মায়ের আশা না করে নিজেই বানিয়ে খাও। আবার কাঁদুনি গাইতে লেগেছে... এ দিল না, সে দিল না! ছি ছি!
Re: রেসিপিঃ ফিরনি
উদাদ!!! আম্মুর মত পারি না তো!!! এই জন্য তো পিছে পিছে ঘুরলাম! একটাই তো বিশেষ দিন নাকি! অন্যসময় তো নিজেই করি! এইটা হইল কিছু!
নাহ! বুজলাম সব আম্মু আর আপনার ষড়যন্ত্র!!! হইত না ।
নেক্সট টাইম ফিরনি বানাবেন তারপর ছবি আপ দিবেন রেসিপি সহ! পায়েশ একা একা খান আমাদের শেয়ার দেননা হজম হইত না উদাদা
উহু!!!