টপিকঃ ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

কিছু বিষয়ে সবার মতামত চাচ্ছি...

১। এন্ড্রয়েড মোবাইলে কিছুদিন আগে একটা এপ দেখলাম নাম anyshare এমেজিং সফট/এপ!!!! ৭০০ মেগা আকারের মুভি ২ মিনিটে কিংবা তারও কম সময়ে ট্রান্সফার হচ্ছে এক এন্ডু থেকে আরেক এন্ডুতে। ধরলাম সেটা ওয়াই-ফাই ইয়ুজ করছে কিন্তু যে মোবাইলে ওয়াইফাই নেই মানে শুধু ব্লুটুথ সেটাতেও দ্রুত ট্রান্সফার হচ্ছে... অত দ্রুত নয় কিন্তু নরমাল স্পিডের চেয়ে অনেক বেশী দ্রুত... । তো আমি এমন সফট বা এপ খুঁজছি ম্যাকিন্টোস জন্য যাতে আমি সহজে জাস্ট ড্রাগ এন্ড ড্রপের মত কোন এন্ডু বা ওয়াই-ফাই যুক্ত কোন মোবাইলে দ্রুত ফাইল পাঠাতে পারব।

২। একটা সফট পেলাম নাম feem কিন্তু বুঝলাম না অনেক সফটের মত এটাও অনেক ফ্লাটফর্মে ফ্রি হলেও ম্যাকের জন্য ৫ ডলার

৩। বা ম্যানুয়ালি কোন ভাবে যদি এফটিপি সেট করা গেলেও হবে। মোবাইলটিকে আইপি সেট করে রাখব। যখন রেঞ্জে আসবে ঝামেলা ছাড়াই ফাইল শেয়ার করা যাবে।

৪। ম্যাকের সাথে ইথারনেট বা ক্যাট-৫ কেবল লাগালে জানালা ও ম্যাকে কোন কোডিং বা কঠিন উপায় ছাড়া কিভাবে ফাইল শেয়ার/ ড্রাইভ শেয়ার করা যাবে??

৫। জানালা পিসিতে যদি ইউএসবি ওয়াই-ফাই কার্ড লাগাই তবে কি ম্যাক থেকে তার ছাড়াই সহজে দুই পিসির ওয়াই-ফাই ইয়ুজ করে দ্রুত ফাইল শেয়ার করা যাবে?? গেলে কিভাবে

৬। উপড়ের ফিমের মত বিকল্প কোন ফ্রি সফট বা এপ আছে যা ইউন্ডোজ মোবাইল, এন্ডয়েড, ওএসএক্স, জানাল এমন ক্রস প্লাটফর্ম এপ/সফট আছে ??

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১০-১১-২০১৩ ১৩:৪৬)

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

Calm... like a bomb.

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

হ্যা, এয়ারড্রয়েড ভাল অপশন। এছাড়াও অনেক এন্ড্রয়েড ফাইল ম্যানেজারে এফটিপি বানানোর অপশন থাকে, ওটা দিয়েও করতে পারেন। এক্সডিএ থেকে একটা ফাইল ম্যানেজার নামিয়েছিলাম যেটাতে এই অপশন ছিল।


আবার যদি মোবাইল থেকেই পিসির ফাইল দেখতে চান তবে পিসিতে যে ড্রাইভ/ফোল্ডার/ফাইল শেয়ার করতে চান সেটার শেয়ারিং অন করে এন্ড্রয়েড মোবাইলে কোন একটা ফাইল ম্যানেজার(যেমন ইজি ইউ এস) দিয়ে ল্যান বা এ জাতীয় অপশনে চেক করলেই হবে। এভাবে আগে পিসিতে রাখা মুভিগুলো মোবাইলে দেখতাম।  tongue

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। কিন্তু সমস্যা হল আমার রাউটার নাই।

এক্সপি চালিত ল্যাপি কে ওয়াইফাই ভার্চুয়াল হটস্পট হিসেবে তৈরী করা যাবে? কানেক্টিফাই সফটওয়্যার দেখায় হটস্পট তৈরী হয়েছে, কিন্তু এন্ড্রয়েড ডিভাইস সেটা ডিটেক্ট করতে পারেনা।  thinking

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

If you want to make your dreams come True, the first thing you have to do is Wake up.

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার

কোন ক্রস প্লাটফর্ম সফট নাই?? মানে যাষ্ট ম্যাক আর জানালায় সেটআপ দিলাম বাকিটা ওই সফট নিজেই করে নিলো
আর ড্রাইভ বা ফাইল এক পিসিতে বসে আরেকটার টা দেখা বা কপি করে নেওয়া গেল...

১০

Re: ওয়াই-ফাই, ব্লুটুথ, ভার্চুয়াল এফটিপি এর মাধ্যমে দ্রুত ফাইল ট্রান্সফার