টপিকঃ গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
গরীব মোবাইল ক্যামেরা (স্যামসাং GT-S6312) দিয়ে ঘরে ছবি তুললে সেটা সেইরকম খারাপ হয়। বাইরের ছবি তা-ও কিছুটা দেখা যায়। আজকে বাসায় ছিলাম। তাই বারান্দা থেকে ডানে আর বামে গ্রিলের ফাঁক দিয়ে দুয়েকটা শট নিলাম। শট নেয়ার সময় ক্যামেরার সফটওয়্যারের অপশনগুলো মাঝে মাঝে উল্টাপাল্টা করেছি। শেষের ছবিটা অন্য আরেকদিন আরেকটা গরীব ক্যামেরায় তোলা (নোকিয়া আশা ৩১১)।
বামে তাকালে গেট দেখা যায়:
একটু কম বামে (সামনের দিকে ৪৫ ডিগ্রী) তাকালে এমন কিছু দেখা যায় (বিশেষ মুহু্র্তে কোনো কোনো ব্যক্তি অবশ্য গরীব দৃশ্যও দেখতে পারে)
ডানে তাকালে এমন দেখা যায়:
দুরে সবই বিল্ডিংময়: :-(
এটা ডানে আরেকদিন (সপ্তাহ দুই/তিন আগে বউয়ের মোবাইল দিয়ে তোলা): এটাতে অন্তত আকাশটা অপেক্ষাকৃত ভাল এসেছে