টপিকঃ সামপ্রতিক তোলা কিছু ল্যান্ডস্কেপ
অনেকদিন ফোরামে পোষ্ট করা হয়না। সামপ্রতিক তোলা কিছু ছবি নিয়েই এই টপিক। ধন্যবাদ দেখার জন্য
শরতের কোন এক বিকেলে ফিনল্যান্ডের একটি পাবলিক পার্কে তোলা ছবিটি।
IMG_7912 by sendtofaysal, on Flickr
স্পেনের কস্তাব্রাভাতে বেড়াতে গিয়েছিলাম গত কয়েক সপ্তাহ আগে, হোটেলরুমের বারান্দা থেকে তখন এই ছবিটি তুলেছিলাম। দারুন দৃশ্য,আকাশ গলে যেন সুর্যের আলো এসে পড়ছে সমুদ্রের জলে।
IMG_0150 by sendtofaysal, on Flickr
বার্সেলোনা শহরের কাছেই তোলা সূর্যাস্তের এই ছবিটা। প্রায় এক কিলোমিটার উচু পাহাড়ের উপরে উঠেছিলাম সূর্যাস্ত দেখার জন্য। দারুন একটা সময় কেটেছিলো সেখানে।
IMG_8128 by sendtofaysal, on Flickr
হোটেলের বারান্দা থেকে তোলা আরো একটা ছবি। গ্রীসের সান্তোরিনির কথা মনে করিয়ে দেয় এই ছবি।
IMG_8068 by sendtofaysal, on Flickr
ফিনল্যান্ডে শরতকাল। এই জায়গাটা আমাদের বাসার কাছেই,সাধারণত আমি তারা দেখি এইখান থেকে,খোলা মাঠের উপর তারাভরা আকাশ।
IMG_6840 by sendtofaysal, on Flickr
লং এক্সপোজার নিয়ে মজা।
IMG_6880 by sendtofaysal, on Flickr
এই জায়গাটার নাম ভান্তাকসকি। মাঝে মাঝে মাছ ধরার জন্য যাই ওখানে।
IMG_6863 by sendtofaysal, on Flickr
একলা থাকার খুব দুপুরে...
একটি ঘুঘু ডাকুক !