টপিকঃ ফোনেটিক বাংলা (অতি জরুরী)
সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি:
বর্তমানে এই ফোরামে ইউনিজয় লেআউট ব্যবহার করে আপনার বাংলা লিখতে পারছেন। আমাকে কয়েকজন পরামর্শ দিয়েছেন বিষয়টি আরও সহজ করা যায় কিভাবে তা ভাবতে। আমি ভেবে একটি বিষয় পেলাম। সেটা হল ইংরেজিতে লিখলে সেটা বাংলা হয়ে যাওয়া। যেমন কেউ যদি লেখে "amar" তাহলে তা হয়ে যাবে "আমার"। কেমন হবে বিষয়টি?
আমি চাচ্ছি দুটো পদ্ধতিই ব্যবহারের অপশন রাখতে। কিন্তু পারব কিনা জানিনা। যদি দুটোই পারি তাহলেতো আর সমস্যা নেই। কিন্তু যদি না পারি, তাহলে কোন অপনশটি সকলের জন্য সুবিধাজনক হতে পারে বলে আপনার মনে করেন?
আপনাদের মতামতের উপর বিষয়টি নির্ভর করছে। অনুগ্রহ করে খুব দ্রুত মতামত জানান।