Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
সুন্দর । চালিয়ে যান।
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
এসব কী? ভাল ছবি দেন, মিয়া? ক্যামেরা গরীব হয়েছে বলে কি নজরও গরীব হয়ে গেছে নাকি? নিরানন্দ বিল্ডিং? ছ্যা ছ্যা ছ্যা! আপনি আসলেই মরহুম হয়ে গিয়েছেন।
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
মাঝে মাঝে আপনার বাড়ির সামনে দিয়ে যাওয়া হয়। বাইরে থেকে সুন্দরই লাগে।
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
গরীব ছবিতে ইম্প্রেসড হয়তে গেলাম
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
বেশ ভালই তুলেছেন জনাব।
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
কোন কথা হবে না । এটা ভাই কি করে গরীব হয় ?
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
আহা এসব ছবি দেখে উদা ভাইয়ের মনটা ই ভেঙে গেলো দেখছি... বারান্দা শুনেই দৌড়ে এসেছিলেন বেচারা। ছড়া ভাই এর পর থেকে খেয়াল রাখবেন, আশেপাশের বারান্দায় কখন ময়না, টিয়া, কোকিল উঁকি দেয় তখন কাজে লাগান আপনার গরীব ক্যমেরাটিকে। তবে খেয়াল কইরা কারন আমার মিতার চোখে পড়লে কিন্তু তেড়ে মেরে ডান্ডা করে দেবে ঠাণ্ডা হুম
১১ ০৬-১১-২০১৩ ১২:৩৬ সর্বশেষ সম্পাদনা করেছেন শামীম (০৬-১১-২০১৩ ১২:৫৯)
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
সিটির মধ্যে থাকার কথা ভাবলেই এত মানুষ!! এত ভীড়!!! ঘর থেকে বাইরে তাকিয়েই আরেকজনের বাসা দেখার কথা ভাবলেই মেজাজ খারাপ হয়.. আমি গরীব এলাকায় থাকতে পছন্দ করি নিজের মতো
Re: গরীব ক্যামেরার ছবি - ০২ (বারান্দা থেকে নিরানন্দ বিল্ডিং)
যায়গাটা কই? এর সামনের রাস্তা দিয়ে মনে হয় একবার গেসিলাম