টপিকঃ মানুষের বুদ্ধি দাড়াই কি শুধু উন্নতি ও পরিবর্তন হয়েছে?
অনেকেই বলে যে মানুষের উন্নতির মূল কারন হল মানুষের বুদ্ধি। মানুষের বুদ্ধির কারনে মানুষের এত পরিবর্তন হয়েছে। কিন্তু আমি বলতে চাইছি তিমি,ডলফিন মাছের তো অনেক বুদ্ধি আছে কিন্তু ওরা উন্নতি করে পরিবর্তন করতে পারছে না কেন? নাকি ওদের এইসব পরিবর্তন দরকার নেই তাই ওরা মাছ মাছই থাকতে চাচ্ছে? তাহলে আদিম যুগের মানুষেরও তো এমন যান্ত্রিক ব্যাবস্থা,সুন্দর যোগাযোগের ব্যাবস্থ্যা,বিদ্যুত ইত্যাদি এসব দরকার ছিল না কিন্তু এখনকার মানুষের এইসব দরকার কেন। নাকি আস্তে আস্তে পরিবর্তনের ফলে মানুষের এইসব দরকার হচ্ছে। তাহলে তো তিমি,ডলফিন ও আস্তে আস্তে পরিবর্তন করে উন্নতি করে পৃথিবির চেহারাই বদলে দিতে পারে কিন্তু ওরা এমন পরিবর্তন করছে না কেন? আমাদের এখানের একটা ছেলে বলেছে মাছের যদি বুদ্ধিই থাকত তাহলে পানিতে বিদ্যুৎ তৈরি করে আরো বেশী দিন টিকে থাকতে পারত মানুষদের কাছে থেকে। এখন আমি বলি আপনার দুই হাত পেছনে রেখে বেধে দিয়ে তারপরে চলাচল করে দেখুন কেমন হয় ও আপনার প্রয়োজন মত সব কিছু পাচ্ছেন কিনা দেখুন।
Server: Localhost
প্রশ্নঃ-
১। শুধু মাত্র বুদ্ধি দাড়াই কি আমরা মানুষ?
২। তিমি,ডলফিন এদের তো বুদ্ধি আছে কিন্তু উন্নতি করতে পারছে না কেন আর মানুষের কাছে হার মানে কেন?
৩। আপনার যদি দুই হাত না থাকত তাহলে কি সুন্দর জীবন-যাপন করতে পারতেন?
৪। মনে করুন আপনি একটি কেচো তাহলে আপনি উন্নতি করতেন কীভাবে?
৫। মানুষের বুদ্ধি আছে জন্যই কি আত্মরক্ষা করা আদিম যুগ থেকে এখন পর্যন্ত টিকে আছে?
৬। পাগলের তো বুদ্ধি নেই তাহলে একটি পাগল আদিম যুগে বনের ভিতর কীভাবে টিকে থাকত?
Server: Localhost
কোন ভুল হইলে ক্ষমা করবেন।