সর্বশেষ সম্পাদনা করেছেন sompad (১৯-০৯-২০১৩ ২১:০৩)

টপিকঃ Windows 7 সেটাপ

ডুয়েল-কোর এর একটি ল্যাপটপ প্রথমে উইন্ডোজ ৭ সেটাপ দেওয়া ছিল।  কিছু দিন পর এক্সপি দিয়েছি। দীর্ঘ দিন ব্যবহার করেছি।এখন উইন্ডোজ ৭ সেটাপ দিতে গেলে সেটাপ ফিনিস হবার আগেই যখন রির্স্টাট দেয়।তারপর আর অন হয় না। Starting Windows এসে বসে থাকে। ফিনিস আর হচ্ছে না।
কি করবো ?কারো জানা থাকলে বলেন।

(দুইটি ডিস্ক দিয়ে চেষ্টা করলাম)

Re: Windows 7 সেটাপ

হার্ডডিস্ক সমস্যা হতে পারে। প্রসেসর থেকেও এই ধরনের সমস্যা হয়।আমি নিজেই সমস্যায় পরেছিলাম।

Re: Windows 7 সেটাপ

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

Re: Windows 7 সেটাপ

...Finding...

Re: Windows 7 সেটাপ

৥প্রজন্মাসক্ত আপনার কথাটি খুবই গুরুত্তপূর্ন।