টপিকঃ গরীব ক্যামেরার ছবি
অনেক ভালোচনা আর চিন্তাভাবনার পর গত কোরবানী ঈদে একটা কোনরকম স্মার্ট ফোন কিনলাম। নতুন নতুন বলে একেবারে বাচ্চাদের ফোন কিনেছি (নামই ইয়াং)। এটার ক্যামেরা জঘন্য, ফ্লাশ ট্লাশ নাই। এটা দিয়ে ভিজিটিং কার্ডের ছবি তুললে কখনই সেটা রিকগনাইজ করতে পারে না । তারপরও সাহস করে এদিক ওদিক মাঝে সাঝে শাটার টিপি দেই ... ...
আজকে (০১-নভেম্বর-২০১৩) হঠাৎ ডেস্কের পাশের জানালায় এই সিন। জানালার ময়লা কাঁচ বন্ধ ছিল। তারপরেও একটু চেষ্টা করলাম মুহুর্তটা ধরার ... (ঘুঘু দেখলাম .... ... ফাঁদ খুঁজতে হবে)
২৬শে-অক্টোবর ফার্মগেট পুলিশ বক্সের পাশে ফুটপাথ থেকে (হোয়াইট ব্যালেন্সে ক্লাউডি সিলেক্ট করে দিয়েছিলাম)
এটা ২৪শে-অক্টোবর বিকালে। গ্রীন সুপার মার্কেটের সামনে থেকে সিএনজিতে উঠার আগ মুহুর্তে ক্লিক। সততা টাওয়ার (এর পরেই ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের বিল্ডিং উঠতেছে)
গত ২২শে-অক্টোবর; তার ছেঁড়া কাউয়া'র মালয়েশিয়া থেকে আনা প্যাশন ফ্রুট খাইতে মিরপুর গিয়েছিলাম
একই দিন অন্য ফল (সম্ভবত ড্রাগন ফল ও ইত্যাদি)। কাউয়া এসে বলে যাও এগুলার নাম ...
১৫-অক্টোবর মিরপুরে আম্মার রান্নাঘরের জানালার বাইরে তেতুল গাছ
সবগুলোর পরিচিতি দিয়ে দিলাম: ছোটকালে ভুগোল ক্লাসে ম্যাপ আঁকার পর সবসময় তার নিচে ঠিকমত নাম লিখে দিতে হত ... ... যেন কী দিয়েছি সেটা স্যারগণ চিনতে পারেন এজন্য ।