টপিকঃ ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?

এম এস ওয়ার্ডের কাজ গুলো নিয়ে খুব ঘাটাঘাটি করতে হচ্ছে। এক অফিসের কাজ, দুই আঙ্কের তার স্কুলের বাচ্চাদের জন্য নোট করতে দিল। মোটমুটি সবই পাইছি, কিন্তু এই জিনিস গুলো পারলাম না, তাই আপনাদের স্মরনাপন্ন হলাম।
একটি সামান্তরিক আঁকতে হবে, যার AB বাহু = CD বাহু = 3 সে.মি. এবং BC বাহু =AD বাহু =4 সে.মি.।
<ABC = <ADC = 60 ডিগ্রি,
এবং <BAD = <BCD = 120 ডিগ্রি।
এই চিত্র ওয়ার্ডে কিভাবে আকি? একটু হেল্প করুন।
mobile diye likhlam, bhul hote pare.

Re: ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?

সাথে মাইক্রোসফটের সফটওয়্যার এবং সেটা চলার উপযোগী অপারেটিং সিস্টেম নাই বলে টেস্ট করে বলতে পারলাম না। তবে আমার পরামর্শ হল ওয়ার্ডে যে কোনো একটা লাইন টানুন প্রথমে। তারপর সেটা সিলেক্ট করে ডান ক্লিকের মেনু থেকে (ড্রইং টুলস, ফরম্যাট ইত্যাদি) এটার সাইজ, পজিশন এঙ্গেল ইত্যাদি পরিবর্তনের অপশনগুলো ব্যবহার করে নির্দিষ্ট দৈর্ঘ্য আর কোণ সেট করে দিতে পারেন। এভাবে ত্রিভুজ সহ যে কোনো আকৃতিই আঁকা সম্ভব (লিব্রে অফিসে হয়)। একবার আঁকা হলে সবগুলো শিফট চেপে সিলেক্ট করে গ্রুপিং করে নিয়েন।

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (২৬-১০-২০১৩ ১৮:০৪)

Re: ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?

শেপ'স বা অটো শেপ দিয়ে একে ফেলুন , আর কোনের পরিমাপ স্ক্রিনে চাদা ফেলে করে ফেলুন।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

সর্বশেষ সম্পাদনা করেছেন Suman Roy (২৭-১০-২০১৩ ১২:২৪)

Re: ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?

dhonnobad apnake,
size dite parleo kon dite parlam na.
Free hole 1tu janaben.

Saiful vai apnakeo dhonnobad, chanda kivabe fele kon aankbo? Ektu bistarito bolun plz.

Re: ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: ওয়ার্ডে সঠিক সাইজের ও কোণের ত্রিভুজ, সামান্তরিক আঁকব কিভাবে?

saiful vai dhonybad.