Re: উইন্ডোজ ফোন / লুমিয়া ফোন সংক্রান্ত আলোচনা
আপাতত যেটুকু বুঝলাম, উইন্ডোজ ফোনে বেশিরভাগ সাধারণ সমস্যার প্রাথমিক সমাধান হল রিস্টার্ট করা।
একটা থ্রিজি ডেটা প্ল্যান নিলাম। ডিভাইসটায় নেট ব্যবহার করে শান্তি আছে। হ্যাঁ, IE এর কথাই বলছি।
নিজের জন্য একটা পরীক্ষামূলক অ্যাপ ডেভেলপ করার চেষ্টায় ছিলাম। শেষ যতটুকু দেখলাম, আমার 32-bit উইন্ডোজে WP ইমুলেটর কাজ করবে না।