হৃদয়১ লিখেছেন: আমার ডেস্কটপ থেকে সরাসরি USB দিয়ে ফাইল ট্রান্সফার বেশ স্লো
আমি তো ভালই ট্রান্সফার রেট পাই, ৬/৭ মেগাবাইট পার সেকেন্ডে, কিংবা আরো বেশী, একটা গান ট্রান্সফার করতে দিলে সেটার কপি ডায়ালগ বক্স আসার আগেই কপি হয়ে যায়, তবে মুভি ট্রান্সফার করতে দিলে যদি কনভার্সন চায় আর সেটা করতে দিলে কনভার্ট হয়ে কপি হতে বিশাল টাইম লাগে।
কনভার্ট হতেই বেশীরভাগ সময় চলে যায় আসলে।
পুনশ্চ: আমাকে এখন পর্যন্ত সফট রিসেট করতে হয়েছে দুইবার মাত্র, দুইবারই সিম্ফোনীর চার্জার দিয়ে চার্জ দিতে গিয়ে হ্যাং হয়ে গিয়েছিল। এর বাইরে কোন এ্যাপ চালাতে গিয়ে এখন পর্যন্ত সিস্টেম হ্যাং করে নাই।
বাই দ্যা ওয়ে, কান্ট্রি/রিজিওন US না রাখলে বেশীরভাগ এ্যাপই খুজে পাবেন না। বাংলাদেশের এ্যাপস্টোর খুবই নাজুক। সামান্য এন্ডোমন্ডো এ্যাপ পর্যন্ত বাংলাদেশের এ্যাপস্টোরে নাই। US সিলেক্ট করলে ভুড়ি ভুড়ি এ্যাপ পাওয়া যায় অবশ্য।
hridoy দা, IE ফোনে বেশ ভাল করেছে ঠিকই, তবে Nokia Express টাও ব্যাবহার করে দেখতে পারেন। আমার প্রায় ৮০% এর মত ডেটা সেইভ করে (কমপ্রেস করে), এর বাইরে UC Browser টাও বেশ কাজের। এটাও ডেটা সেইভ করতে পারে। + ডাউনলোড করার জন্য UC এর জুড়ি নেই।
আপাতত, ফোনকে রাউটার বানিয়ে পিসিতে ঢুকলাম।
ব্যাটারী ড্রেইনেজ দেখে মুখ শুকিয়ে গেল। ৯% ইন ৩৩ মিনিট।
পুন: ৬৪ বিট ছাড়া উইন্ডোজ ফোনের ইমুলেটর বোধহয় কাজ করবে না।