টপিকঃ চলে গেলেন মান্নাদে
আজ বৃহস্পতিবার ভোর রাত ৩.৫০ মিনিটে বেঙ্গালুরুর নারায়ণন হৃদয়ালয় হাসপাতালে মারা যান মান্নাদে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বেশকিছুদিন ধরেই তিনি বুকে সংক্রমণ ও কিডনি সংক্রমণ কারণে ভুগছিলেন তিনি। গত ৮ জুন থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী। -
তাঁর জনপ্রিয় কিছূ গান
কফি হাউজের সেই আড্ডাটা;
আবার হবে তো দেখা;
এই কূলে আমি, আর ওই কূলে তুমি;
তীর ভাঙা ঢেউ আর নীড় ভাঙা ঝড়;
যদি কাগজে লেখো নাম;
সে আমার ছোট বোন
প্রবোধ চন্দ্র দে ডাক নাম মান্না দে (জন্ম মে ১, ১৯১৯; মৃত্যুঃ ২৪ অক্টোবর, ২০১৩ ) ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পীদের একজন। হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীতবোদ্ধারা।
মান্না দে গায়ক হিসেবে ছিলেন আধুনিক বাংলা গানের জগতে সর্বস্তরের শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয় ও সফল সঙ্গীত ব্যক্তিত্ব। এছাড়াও, হিন্দি এবং বাংলা সিনেমায় গায়ক হিসেবে অশেষ সুনাম কুড়িয়েছেন। মোহাম্মদ রফি, কিশোর কুমার, মুকেশের মতো তিনিও ১৯৫০ থেকে ১৯৭০ এর দশক পর্যন্ত ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন। সঙ্গীত জীবনে তিনি সাড়ে তিন হাজারেরও বেশি গান রেকর্ড করেন। সঙ্গীত ভুবনে তার এ অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার ১৯৭১ সালে পদ্মশ্রী, ২০০৫ সালে পদ্মবিভূষণ এবং ২০০৯ সালে দাদাসাহেব ফালকে সম্মাননায় অভিষিক্ত করে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ অসামরিক সম্মান "বঙ্গবিভূষণ" প্রদান করে।