Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
কাজের টিউটোরিয়াল। ধন্যবাদ উইথ সম্মাননা
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
দুর্দান্ত টিউটোরিয়াল।
এনিমেশনের মাধ্যমে উপস্থাপনও দারুন হয়েছে।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
শামীম ভাই এখনও তো সেই পরিমানে গিম্পের ব্যবহারকারীর সংখ্যা বাড়েনি তাই বলে যে সামনে এর ব্যবহারকারীর সংখ্যা বাড়বে না তা বলছিনা।এখন অনেকে গিম্প ব্যবহারে আগ্রহী হচ্ছেন(বিশেষ করে যারা পাইরেটেড সফটওয়্যারের ব্যবহারে আগ্রহী না)। ফ্রি এবং ওপেনসোর্স সফটওয়্যার হিসেবে আমিও অনেককে গিম্প ব্যবহার করতে বলি কিন্ত খুব একটা কাজ হয় বলে মনে হয় না।
তবে ভাই আপনার গিম্পের টিউটোরিয়ালগুলো আমার বেশ ভাল লাগে । এনিমেশন এর মাধ্যমে টিউটোরিয়াল উপস্থাপন আরও বেশ ভাল লেগেছে।
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
এইটা আমার খুব কাজে লাগবে। অনেক ধন্যবাদ
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
আচ্ছা GIMP-এ কি Threshold option আছে? থাকলে কিন্তু ১টা মাত্র ক্লিকেই এই রেজাল্ট পাবো ৷
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
আপনার এই টিউটোরিয়ালগুলো আমার বেশ কাজে লাগছে। চালিয়ে যান।
আরেকটি টিউটোরিয়াল চাই। সেটা হলো- একাধিক ছবি দেয়ার বদলে অ্যানিমেশনের মাধ্যমে একটি ছবি দেয়ার এই অ্যানিমেশন শিখতে চাই।
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
অনেক ধন্যবাদ।
আচ্ছা, আপনি কি ল্যাটেক্স নিয়ে কাজ করেন? তাহলে দাবি থাকলো ল্যাটেক্স-এর ওপর টিউটোরিয়াল দেওয়ার।
Re: GIMP টিউটোরিয়াল - স্ক্যান করা ডকুমেন্টকে ঠিক করা
দারুন পোষ্ট শামীম দা