অচিন অরন্য লিখেছেন:আমি Windows 7 এ citycell zoom ultra ইন্সটল করতে পারতেছি না।কি সমস্যা সেটাও বুজ়তে পারতেছি না।
আমি জানি সমাধান কি! 
জানিনা আপনি সমাধান পেয়ে গেছেন কিনা। না পেয়ে থাকলে আমার পদ্ধতিটা কাজে লাগান। আশা করি ১০০% কাজ করবে। একই সমস্যা আমার হয়েছিল ২০০৯ এ। যখন ৭ নতুন আসে বাজারে।
আমার যতদূর ধারণা এটা মডেমের একটা বাগ। আপনি যদি উইন্ডোজ ইন্সটল করার সময় কী বোর্ড ইনপুট মেথড আর ল্যাংগুয়েজ আলাদা দেন তাহলে এমন হয়।
মনে করেন ভাষা সিলেক্ট করলেন বিট্রিশ ইংলিশ। আর ইনপুট মেথড দিলেন ইউএস ইংলিশ। তাহলে আর কি! জীবনেও ইন্সটল হবে না। 
এখন আপনাকে যা করতে হবে- Control Panel থেকে Region এবং Language দুটোতেই একই রকম English দিতে হবে। US দিলে দুটোই US. আবার ১ টা বাংলা আরেকটা ইংলিশ দেয়া যাবে না।
আর যদি ঝামেলা মনে হয় তাহলে নতুন করে উইন্ডোজ সেটাপ করুন। সেটআপ দেবার সময় US ইংলিশ দেয়া থাকলে দুটোই US রাখবেন। Language, Input Method দুইটা অবশ্যই এক রাখবেন।
সমাধান হলে জানাবেন।
ধন্যবাদ।
Marks PC SolutionThere is no mistake in the world of technology. Everything is learning!