টপিকঃ মাদারবোর্ডে মডেল জানবো কি করে????
আমি বায়োস আপডেট দেব কিন্ত মাদারবোর্ডে মডেল জানিনা এখন কি করবো? অনেক মাদারবোর্ডের মডেল আসে ওইটা থেকে যদি যে কোন একটা দিয়ে দিই তাহলে মনে হয় কোন সমস্যা হবে? তাই কেউ হেল্প করবে কি???
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » মাদারবোর্ডে মডেল জানবো কি করে????
আমি বায়োস আপডেট দেব কিন্ত মাদারবোর্ডে মডেল জানিনা এখন কি করবো? অনেক মাদারবোর্ডের মডেল আসে ওইটা থেকে যদি যে কোন একটা দিয়ে দিই তাহলে মনে হয় কোন সমস্যা হবে? তাই কেউ হেল্প করবে কি???
http://www.piriform.com/speccy/ থেকে এই টুলস টি দিয়ে কাজ হবে । চেষ্টা করে দেখুন
Start + R > dxdiag > Enter > OK
এবার আপনার পিসির বিস্তারিত পাবেন। সিস্টেম মডেলে পাবেন মাদারবোর্ডের মডেল।
বিস্তারিত দেখতে হলে এখানে যান- http://munnamark.blogspot.com/2012/02/d … xdiag.html
আরেকটা পরামর্শ : বায়োস আপডেট করে খুব একটা লাভ নেই। শখ করে করতে পারেন অন্তত এই ব্যাপারটা শেখার আশায়। কিন্তু মনে রাখবেন। যদি ভুল করেন তাহলে বিপদ। সেক্ষেত্রে আপনার মাদার বোর্ড কাজ নাও করতে পারে!
এখানে মাদারবোরডের মডেল কই
বায়োস আপডেট করার দরকার কি? শেষে কোন ঝামেলা করে বিপদে পড়বেন। অ্যাডভান্সড লেভেলের জ্ঞান ছাড়া এই ধরনের কাজ করা উচিত না
বায়োস আপডেট করার দরকার কি?
শেষে কোন ঝামেলা করে বিপদে পড়বেন। অ্যাডভান্সড লেভেলের জ্ঞান ছাড়া এই ধরনের কাজ করা উচিত না
হুম তা ঠিক কিন্তু BIOS আপডেট দিলে নাকি উইন্ডোজ ৮ সেটাপ দিতে পারুম তাই
এখানে মাদারবোরডের মডেল কই
আরে এখানেই তো মডেল!
বললাম না সিস্টেম মডেল এ থাকবে আপনার মাদার বোর্ডের মডেল।
লক্ষ করুন- System Model: Inspiron N5110
এটাই মডেল।
হুম তা ঠিক কিন্তু BIOS আপডেট দিলে নাকি উইন্ডোজ ৮ সেটাপ দিতে পারুম তাই
আমি তো ২০/২৫ জনকে সেটআপ করে দিয়েছি। আমার তো বায়োস আপডেট করতে হয়নি। আপনার পিসি কি অনেক পুরনো?
আমি কিন্তু ৫ বছর আগের পিসিতেও ৮ সেটআপ দিয়েছি বায়োসের কোন প্রকার ঝামেলা ছাড়াই।
নিনজা বস লিখেছেন:এখানে মাদারবোরডের মডেল কই
আরে এখানেই তো মডেল!
বললাম না সিস্টেম মডেল এ থাকবে আপনার মাদার বোর্ডের মডেল।লক্ষ করুন- System Model: Inspiron N5110
এটাই মডেল।নিনজা বস লিখেছেন:হুম তা ঠিক কিন্তু BIOS আপডেট দিলে নাকি উইন্ডোজ ৮ সেটাপ দিতে পারুম তাই
আমি তো ২০/২৫ জনকে সেটআপ করে দিয়েছি। আমার তো বায়োস আপডেট করতে হয়নি। আপনার পিসি কি অনেক পুরনো?
আমি কিন্তু ৫ বছর আগের পিসিতেও ৮ সেটআপ দিয়েছি বায়োসের কোন প্রকার ঝামেলা ছাড়াই।
আমার ল্যাপটপ মাত্র ৬ মাস আগে কেনা তারপরেও৮ সেটাপ নেয় না আমার বাড়ির পাসের আরেক জনের ল্যাপিতে নেয় কিন্তু আমার হচ্ছে না
ভুল করে না থাকলে ডেলের এই মডেলে ডিসপ্লে/গ্রাফিক্স নিয়ে কোন ঝামেলা আছে। আমার এক বন্ধু এই মডেলে উইন্ডোজ ৮ চালাতে পারত না। পরে বায়োস আপডেট করে এখন বেশ আরামেই চালাচ্ছে।
ভুল করে না থাকলে ডেলের এই মডেলে ডিসপ্লে/গ্রাফিক্স নিয়ে কোন ঝামেলা আছে। আমার এক বন্ধু এই মডেলে উইন্ডোজ ৮ চালাতে পারত না। পরে বায়োস আপডেট করে এখন বেশ আরামেই চালাচ্ছে।
হুম তাহলে আমি এখন আমি আপডেট দিচ্ছি...।।
use CPUZ to get correct info
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » মাদারবোর্ডে মডেল জানবো কি করে????
০.০৪৭০৫৪০৫২৩৫২৯০৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৮৬৬১৬৮৩৯৩৬৩৮ টি কোয়েরী চলেছে