টপিকঃ ল্যাপটপ টু ল্যাপটপ ইন্টারনেট শেয়ারিং...... সাহায্য প্রয়োজন
ল্যাপটপে জানালা-৭ চালাই। Network sharing center থেকে new connection সেটাপ করে অন্য ল্যাপটপে connect করে ঠিকমতন। কিন্তু সমস্যা হচ্ছে যে, দ্বিতীয় ল্যাপটপে no internet access দেখায়। অর্থাৎ সে শুধুমাত্র প্রথম ল্যাপটপের সাথে নেটওয়ার্কিং করতে সমর্থ হয়েছে, কিন্তু প্রথম ল্যাপটপের ব্যবহৃত ইন্টারনেটে access পাচ্ছেনা। বেশ কিছুদিন আগে একই কাজ করে internet access পেয়েছিলাম। এখন পাচ্ছি না। কাহিনী কি বুঝতে পারছিনা।