টপিকঃ ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

আমি হতাশ নই। এই দলটার খেলা দেখে ভালো লাগে। এক জায়গায় জড়ো হয়ে বল নিয়ে হুটোপুটি টাইপ খেলা এই বাংলাদেশ খেলে না। দলের একমাত্র প্লেমেকার মামুনুল প্রথম থেকেই ইঞ্জুরড থাকায় মাঝমাঠে প্লেমেক করার কেউ ছিলো না। এজন্যে নেপালের সাথে আমরা হেরেছি। আর শেষেতো মামুনুল ফুলফিট না হয়েও খেলে তার দেশের প্রতি কমিটমেন্ট বুঝিয়ে দিয়েছে। খেলাতেও তার ছাপ পড়েছিলো। আমরা ভালো খেলেছি শেষের দুই ম্যাচ। ফিনিশিং আরেকটু ভালো হলে, আর ভাগ্যের পরশ পেলে ফলাফল অন্যরকমও হতে পারতো।

রাবনে বানাদি ভুড়ি :-(

সর্বশেষ সম্পাদনা করেছেন মুক্তবিহঙ্গ (১৩-০৯-২০১৩ ১৯:৪৪)

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

সর্বশেষ সম্পাদনা করেছেন তার-ছেড়া-কাউয়া (১৩-০৯-২০১৩ ২২:০৬)

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

রাবনে বানাদি ভুড়ি :-(

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

আশা তো সবসময়ই আছে। সালাউদ্দিন আসার পর কিন্তু ফুটবলে কম টাকা ঢালা হচ্ছে না। কোটি টাকার ট্রুনামেন্ট হয়েছে দুইবার। কিন্তু সে তুলনায় উন্নতি হচ্ছে বলে মনে হলো না আমার কাছে। তবে আমিও আপনার মতই আশাবাদী, ফুটবলের সুদিন আবার ফিরে আসবে।

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

হতাশ নই , পরের বার ইনশাল্লাহ অনেক ভাল করবে । smile

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

সমস্যাটি হচ্ছে দলের মধ্যে কোন স্টার তৈরী হচ্ছে না, সাব্বির, কায়সার হামিদ, আসলাম, সালাউদ্দিন, সালাম, মুন্না, নকিব, আফজাল যাদের পায়ের কাজ খুব ভালো ছিলো, আর যারা খেলতো দেশের জন্য, আর এখনকার কোন প্লেয়ারের নাম কেহই বলতে পারে না, কিছুটা এগিয়ে গিয়েছিল এমিলি আর জাহিদ কিন্ত কাজের কাজটি করতে পারে না

Re: ফিফা র‌্যাংকিং-এ বাংলাদেশের অবনতি

thumbs_up সব জায়তেই তো অবনতি দেখছি শুধূ মাত্র গলঅবাজি ছাড়া