টপিকঃ প্রজন্ম ফোরামের জন্য একটা অ্যান্ড্রোয়েড অ্যাপস বানালে কেমন হয়?
প্রজন্ম ফোরামে আমার বয়স খুব বেশী না। অন্যান্য ফোরাম থেকে কিছুটা আলাদা মনে হয়। এর জন্যই হয়তোবা প্রজন্ম ফোরাম ভালো লাগে। আমার মনে হচ্ছে প্রজন্ম ফোরামের জন্য একটা অ্যান্ড্রোয়েড/আইওএস অ্যাপস থাকলে ভিজিটরদের কিছুটা সুবিধা হবে। মোবাইল থেকে ফোরাম ভিজিট করলে ডেক্সটপ ভিউ দেখায়। জুম করে পড়াটা কিছুটা কষ্টদায়ক বটে। এর সমাধান হিসেবে অ্যান্ড্রোয়েড অথবা আইওএস এর একটা অ্যাপস বানালে কেমন হয়? আমি যদিও অ্যাপস ডেভেলপমেন্টের কিছুই জানি না। কিন্তু ফোরামে অনেক গুরু আছে। যদি ফোরামের এডমিন অনুমতি দেয় এবং কোন অ্যান্ড্রোয়েড ডেভেলপার ভাই ফোরামকে ভালবেসে একটা অ্যাপস বানায় তাহলে মনে হয় অনেকেরই এতে করে উপকার হবে।
এটা পুরোপুরি আমার নিজস্ব মতামত। আমার চিন্তায় ভুল থাকতে পারে। আমার আসলে পিসিতে বসলে একসাথে অনেক কাজ করতে হয় তাই সময় নিয়ে ঘুরোঘুরি করতে পারি না। যখনি অবসর হই তখনি উকি দেই। আমার মত যারা আছে তারা হয়তোবা তাদের অ্যান্ড্রোয়েড দিয়ে আরও বেশী সময় ফোরামে থাকতে পারবে।
আপনার কি মনে হয়?