টপিকঃ এন্ড্রোয়েডের কিছু সাহায্য চাই।
আমার Sms আসলে ভাইব্রেশন হচ্ছে আবার মোবাইল অন করতে গেলে জোরে ভাইব্রেশন হচ্ছে আবার অফ করতে গেলে একটা ভাইব্রেশন হচ্ছে আবার যদি কোন ফাইল ডিলিট বা ডেটেইল জানার জন্য যদি জোরে ফাইলের উপড় চাপ দিয়ে ধরে রাখি তাহলে ভাইব্রেশন হচ্ছে সেটিং এর কোন যায়গায় তো কিচ্ছু খুজে পেলাম না
কল আসলে ভাইব্রেশন হয় না ওইটা অফ করতে পারছি