টপিকঃ খোলা জানালায় প্রতীক্ষা...
"খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মন বাতায়নে..."
অনেকদিন পর পেইন্টে এঁকেছিলাম।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » খোলা জানালায় প্রতীক্ষা...
"খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মন বাতায়নে..."
অনেকদিন পর পেইন্টে এঁকেছিলাম।
"খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মন বাতায়নে..."
বাঃ !
"খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মন বাতায়নে..."অনেকদিন পর পেইন্টে এঁকেছিলাম।
fantastic
উদাসীন ভাই ফোরামের একজন অসাধারন সদস্য। ফোরামে তাঁর পোস্ট সংখ্যা ও সম্মাননাও সে কথা বলে। তিনি ছবি তোলেন, ছবি আঁকেন, ভ্রমন করেন, ভ্রমন কাহিনী লেখেন এবং সর্বোপরি, তিনি কবি। তাঁর লেখনি প্রাঞ্জল, সহজিয়া ভঙ্গিতে তিনি তুলে আনেন বুকের গভীরের কথা। আঁকায়, লেখায় ও টপিকের উপর মন্তব্যে এমন আনন্দ বেদনার কাব্য তাঁর মত ক’জন প্রকাশ করতে পারে !
সূত্রঃ এখানে
ধন্যবাদ সবাইকে।
উদাসীন ভাই ফোরামের একজন অসাধারন সদস্য। ফোরামে তাঁর পোস্ট সংখ্যা ও সম্মাননাও সে কথা বলে। তিনি ছবি তোলেন, ছবি আঁকেন, ভ্রমন করেন, ভ্রমন কাহিনী লেখেন এবং সর্বোপরি, তিনি কবি। তাঁর লেখনি প্রাঞ্জল, সহজিয়া ভঙ্গিতে তিনি তুলে আনেন বুকের গভীরের কথা। আঁকায়, লেখায় ও টপিকের উপর মন্তব্যে এমন আনন্দ বেদনার কাব্য তাঁর মত ক’জন প্রকাশ করতে পারে !
সূত্রঃ এখানে
পলাশ এখানে যে মন্তব্যটা কপি করেছে, সেটা অধিকাংশই আমার ক্ষেত্রে খাটে না আমার পোস্ট সংখ্যা তুলনামূলক বিচারে তেমন বেশি না। সম্মাননাতে অন্যান্যদের ধারে কাছেও নেই! ও কী আশ্চর্য আমি যে হাজারি ক্লাবে ঢুকেছি, খেয়ালই করি নাই
আমি ছবি তেমন তুলি না। যা তুলি তা দেবার মত না। আমি ঘরকুনে মানুষ। শুধু মাঝে মাঝে মানুষ দেখতে বেরোই। হা হা হা। ভ্রমণ কাহিনি জিন্দেগিতে লিখি নাই। লেখার সম্ভাবিলিটিও শূন্য। আর বাকীগুলোতে দুর্ভাগ্যজনকভাবে মিলে গেছে
ছবিপুর পরে দেখি উদা ভাইয়েরো প্রতিভার প্রমাণ পাওয়া যাচ্ছে ...
কিন্তু সুন্দরী বাঙ্গালী রমনীটি কে ?
ছবিপুর পরে দেখি উদা ভাইয়েরো প্রতিভার প্রমাণ পাওয়া যাচ্ছে ...
কিন্তু সুন্দরী বাঙ্গালী রমনীটি কে ?
নাহ্, এ আর এমন কী!!
সুন্দরীটি আমার কল্পনা। যতই সাদা চামড়ার পিছে ঘুরি না কেন, চোখ মুদলে এরকম একটি অবলীলায় এসে হাজির হয় হা হা হা।
জলিট হইছে গো উদাদা।
আমি ছবি তেমন তুলি না। যা তুলি তা দেবার মত না।
আপনি যে কি অসাধারন ছবি তুলেন তা ঠাট্টাডুতে প্রমান পেয়েছিলাম আফসোস, বিরাট আফসোস যারা ঠাট্টাডুর সদস্য না তারা আপনার এই প্রতিভাব জানতেই পারলো না
ভ্রমণ কাহিনি জিন্দেগিতে লিখি নাই।
ভ্রমন ছবির নিচে এক দুই লাইন যা লিখেন তাই পুরো ভ্রমন কাহিনীর বর্ননা দিয়ে দেয় এক দুই লাইনে ভ্রমন কাহিনী লিখা গেলে দিস্তার পর দিস্তা লেখার দরকারটাই কি
সুন্দরীর ব্লাউজ পিছনে এত বড় গলা কেন
আঁকা তো মারাত্মক সুন্দর হইছে
মচৎকার।
সুন্দরীর ব্লাউজ পিছনে এত বড় গলা কেন
![]()
![]()
আঁকা তো মারাত্মক সুন্দর হইছে
![]()
ধন্যবাদ, ছবি আপা! ইয়ে... পিছনে অত বড় কেন? তা কী করে বলি? সেসব সুন্দরীকে জিজ্ঞেস করতে হবে। কেন এত বড় গলা দাও আর মানুষের মাথা চিবিয়ে খাও?
ছবি-Chhobi লিখেছেন:সুন্দরীর ব্লাউজ পিছনে এত বড় গলা কেন
![]()
![]()
আঁকা তো মারাত্মক সুন্দর হইছে
![]()
ধন্যবাদ, ছবি আপা! ইয়ে... পিছনে অত বড় কেন? তা কী করে বলি? সেসব সুন্দরীকে জিজ্ঞেস করতে হবে। কেন এত বড় গলা দাও আর মানুষের মাথা চিবিয়ে খাও?
![]()
হ উদা দা ......... কি আর কমু........... কেন যে এত বড় গলা দেয় তাও পিছনে
সামনে দিলে না কথা ছিল .........
কেন যে এত বড় গলা দেয় তাও পিছনে
সামনে দিলে না কথা ছিল ....
কি হচ্ছে এইসব আপনাদের জন্য আমার মতো মাসুম, নিশ্পাপ, শিশু সুলভ মনমানসিকতা পূর্ন লোকদের ডাইলগ-
আহারে আমি ভালো লোক ছিলাম, বুড়োদের পাল্লায় পড়ে খারাপ হইয়া গেছি
প্রজন্ম ফোরাম » চারুকলা » খোলা জানালায় প্রতীক্ষা...
০.০৭৪৫২৭৯৭৮৮৯৭০৯৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.০৯১৩৪৫১২৯২৯ টি কোয়েরী চলেছে