এলিয়েন লিখেছেন:১.কথার জবাব কথায়,আর লেখার জবাব লেখায়
যদি সে লেখাটা পড়ার যোগ্য হয়
যে লেখাটা পড়ারই যোগ্য নয়, সেই লেখা কিকরে ইসলাম ধ্বংস করে দিচ্ছে আমার বোধগম্য হয় না। যা পড়ার যোগ্য নয়, সুস্থ মানুষ অন্তত তা পড়তে যাবে না।
এলিয়েন লিখেছেন:ওরা যদি সমালোচনা মূলক কোন লেখা লিখত তাহলে কোন কিছু বলার ছিল না
নাস্তিক বলে যাদের তালিকা প্রদান করা হয়েছে তাদের বেশিরভাগ ধর্মের সমালোচনা মূলক লেখাই লেখে ধর্মকারীর কিছু পাগল ছাড়া। কিন্তু মজার ব্যাপার ইসলাম প্রচারের শুরুতে ৯০% মক্কাবাসী নবীকে গালাগাল করেছে কিন্তু তিনি গণহারে সবাইকে হত্যা করেন নাই। শত আক্রমন সহ্য করে তিনি ইসলাম প্রচার করেছেন। আর আপনারা মহানবী আদর্শের চিন্তায় ব্যাস্ত নাকি জামাত বাঁচানোর সেটা কিন্তু ভাই মানুষ ভালোই বোঝে।
এলিয়েন লিখেছেন:আর PM এর বিরুদ্ধে কিছু বললে যদি শাস্তি পেতে হয়
এই ব্যাপারে প্রজন্ম ফোরামে আমি কোন অলোচনা করিনি। তবে এর বিরুদ্ধে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, অনেক আগের ঘটনা লিঙ্ক দিতে পারলাম না টাইমলাইনের নিচের নিকে গেলেই স্লো হয়ে যায়।
এলিয়েন লিখেছেন:তাহলে তিনি নবীর থেকে বড় হয়ে গেলেন
কই একজন ইতিহাসের মহান পুরুষ মানব সভ্যতার অন্যতম শেষ্ট্র মানুষ আর কই আমাদের প্রধানমন্ত্রী কার সাথে কার তুলনা করেন ভাই?
এলিয়েন লিখেছেন:২. ওরা কিন্তু নাস্তিকদের বিচার চায় নাই,যারা কটুক্তিকারী তাদের বিচার চাইছে
দাবী ৩. শাহবাগে গণজাগরণ মঞ্চে আন্দোলনে নেতৃত্বদানকারী স্বঘোষিত নাস্তিক-মুরতাদ এবং প্রিয় নবী (সা.)-এর শানে জঘন্য কুৎসা রটনাকারী ব্লগার ও ইসলামবিদ্বেষীদের সব অপপ্রচার বন্ধসহ কঠোর শাস্তিদানের ব্যবস্থা করতে হবে। ভবিষ্যতে সরকারকে ইসলাম অবমাননা বন্ধে ব্যবস্থা নিতে হবে।
নাহ আপনাদের জন্য লেখা বোল্ড করে না দিলে হয় না?
এলিয়েন লিখেছেন:৩.মিথ্যাচার টা একটু কম করেন,গনজাগরন ১ম থেকেই সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে
জ্বী সহী বলেছেন তারা সকলকে যোগ দিতে আহবান করেছে, কিন্তু যার যার এলাকার গণজাগরণ মঞ্চে। পোটলা পাটলি বেঁধে ঢাকার দিকে রওয়ানা দিতে বলে নাই। এমন কিছুর রেফারেন্স দেখাতে পারলে আমি লেখা তুলে নেব ।
এলিয়েন লিখেছেন:সবাই ওদের সাপোর্ট করছে
শুধুমাত্র আপনার মত কিছু আওয়ামীপন্থী ছাড়া
নিজের মতামত দিলাম ব্যাক্তিগত আক্রমন না করলেও পারতেন। আমি কিন্তু আপনাকে জামাতের দালাল বলি নাই? নাকি বলছি?
তার উপর আমি আওয়ামী পন্থী নই, সুতরাং আপনি আপনি আমার নামে মিথ্যা উপস্থাপন করে নিজের মিথ্যাবাদীর কাতারে গেলেন।
মেরাজ০৭ লিখেছেন:লোল আপনাদের এ ব্যাপারটা ব্যাপক ফানি লাগে আমার কাছে 
দরকারে আপনারা কোর আন হাদিসের কথা বলে মুখে ফেনা তুলে ফেলেন আবার অন্য সময় ইসলাম-হাদিসের কটুক্তি করতে এবং কটুক্তিকারী/বিদ্রুপ কারীদের সহায়তা করতে ছাড়েননা। হিপোক্রেসি, হিপোক্রেসি এভরিহোয়্যার। 
জ্বী ভাই আমি ভন্ড! যার উপর কোরআন নাজিল হয়েছে সেই হজরত মুহাম্মদ (সাঃ) ও তাকে যারা পাগল বলেছে তার ইসলাম প্রচারে যারা বাঁধা দান করেছে তাকে যারা পাথর মেরেছে তাদের এই আঘাত নিরবে সহ্য করে গেছেন শান্তি প্রতিষ্টার জন্য। আর আপনারা যে সকল নাস্তিকদের কথা কেউ জানেও না, দুই চারটা ধর্ম বিরোধী লেখা লিখে যারা জাতে উঠতে চায় তাদের কে টাইনা জনগণের সামনে তুলে আনলেন তাদের জাতে তুলে দিলেন। তাদের উদ্দেশ্য সফল। আর হেফাজতের বিরোধিতা আমি এজন্যই করি, তারা গত ৮ বছর চোখে দেখেনাই, আজকে যখন যুদ্ধাপরাধীদের বিচার সামনে এসেছে তখন তাদের চোখে পরেছে নাস্তিকরা ধর্মবিরোধী লেখা লেখে, আমার দেশ পত্রিকা এই সব পাগলের আড্ডাখানার লেখা গুলো পত্রিকায় তুলে তাদের ল্যাঞ্জায় নারা দিয়া দিলেন এবার দেশবাসী তাদের তিরিং বিরং লাম্ফ ঝম্ফ দেখছে। চালিয়ে যান, আমরা আপামর জনসাধারণ আমাদের গণজাগরণ মঞ্চও দেখায়, আপনারাও দেখান। সাধারণ মানুষের আন্দোলনটারে আওয়ামীকরণ করে খেইল দেখালো গণজাগরণ মঞ্চ আর ওদিকে মুসলিমদের অনুভূতিকে কাজে লাগিয়ে জামাতি খেইল দেখাচ্ছে হেফাজতে ইসলাম। খেলা ভালো জমে উঠেছে, বিপিএল আইপিএল এর চেয়ে এগুলা বেশি হিট। দেখি কে কয়টা চার ছক্কা মারতে পারে।
অনিশ্চয়তার পৃথিবীতে অনিশ্চয়তার মাঝে ডুবে আছি।