টপিকঃ লিব্রে ক্যাড টিউটোরিয়াল: পরিচিতি এবং আঁকাআকির বেসিক (স্ক্রিনকাস্ট)
যারা ইতিমধ্যেই লিব্রেক্যাড একটু ঘেটে দেখেছেন কিংবা দেখেননি, তাদের জন্য আমার মত করে এটা দিয়ে করা কাজ দেখিয়ে পরিচিত করানো। পরামর্শ পেলে সামনে আরো স্পেসিফিক এবং কার্যকর টিউটোরিয়াল বানানো যাবে। অবশ্য ২য় টিউটোরিয়ালটাও তৈরী হয়ে গেছে - নিচে ওটাতে একটা সিম্পল ড্রইং করা দেখানো হয়েছে। স্ক্রিনকাস্ট করার জন্য আমার আরও প্র্যাকটিস দরকার।
পরিচিতি:
লিব্রেক্যাড দিয়ে কিভাবে আঁকাআঁকি করার নিয়মটা অটোক্যাড থেকে একটু ভিন্ন। এই টিউটোরিয়ালে একটা খুব সাধারন আইসোমেট্রিক বস্তু আঁকা দেখানো হয়েছে। এতে বেসিক লাইন এবং ডাইমেনশন দেয়া শিখতে পারবেন। এবং অটোক্যাড থেকে এটার আঁকার পদ্ধতির ভিন্নতাটুকু বুঝতে পারবেন, ফলে পরবর্তীতে আরো জটিল আঁকাআঁকি করার পথ সুগম হবে।
আঁকাআঁকি:
পরবর্তী টিউটোরিয়ালের মানোন্নয়েনর জন্য নির্দ্বিধায় পরামর্শ দিতে পারেন।