টপিকঃ ফিফা র্যাংকিং-এ বাংলাদেশের অবনতি
সম্প্রতি বাংলাদেশ ফুটবল দলের পারফরমেন্স দেশের মানুষকে হতাশ করেছে, যে নেপালকে আমরা ৭ গোল আর মালদ্বীপের মত দলকে ১৪ গোল দিবার যে যোগ্যতা ছিলো আমাদের দলের আজ সে দল নেপাল আর মালদ্বীপের কাছেও হেরে যায় !!
বিশ্ব ফুটবল র্যাংকিং-এ অবনতি হয়েছে বাংলাদেশ দলের। ছয় ধাপ পিছিয়ে ১৫৮ স্থানে নেমে গেছে বাংলাদেশ। আর যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন।
আজ বৃহস্পতিবার ফিফার নতুন র্যাংকিং প্রকাশ করে বিশ্ব ফুটবল সংস্থা। এতে খুব বেশি পরিবর্তন ঘটেনি। আগের ঘোষিত ফিফা র্যাংকিং শীর্ষ দশ দল তাদের অবস্থান ধরে রেখেছে। তবে অবনতি হয়েছে বাংলাদেশ দলের।
কিছুদিন আগে প্রকাশিত ফিফা র্যাংকিং-এ ১৫২তম স্থানে ছিল বাংলাদেশ। তবে এখন ছয় ধাপ পিছিয়ে পড়েছে তারা। বর্তমানে ১৫৮তম স্থানে রয়েছে বাংলাদেশ। তাদের অর্জিত পয়েন্ট ১৩৮।
বড় দলগুলোর মধ্যে উন্নতি হয়েছে ইংল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া ও ইকুয়েডরের। এক ধাপ করে এগিয়েছে তারা। আর যথারীতি র্যাংকিং-এর শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছে স্পেন, জার্মানি ও কলাম্বিয়া। চতুর্থ ও নবম স্থানে রয়েছে দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিল। - See more at: http://www.alokitobangladesh.com/latest … vHWtj.dpuf