টপিকঃ আসুন দেখে নেই এক্সপেনসিভ লেন্স
জ্বী, ক্যমেরা লেন্স। সম্ভবত বিশ্বের সবচেয়ে দামী ৩৫ মিমি ফরম্যট লেন্স এটি
এতটাই ওয়াইড যে এই লেন্স নিজের পেছনের বস্তু দেখতে পায়।
গত বছর ১ লক্ষ পাউন্ডে এই লেন্স ইউকে তে বিক্রয় হয় এবং এই বছর ইবে তে একই লেন্স দেখা যাচ্ছে ৮০ হাজার ডলারে
কারো কাছে ৮০ হাজার ডলার খরচ করার মতো থাকলে দেরী না করে কিনে ফেলুন
এখানে দেখুন আরেকটি মিডিয়াম ফরম্যট ক্যমেরার জন্য লেন্স যার দাম প্রায় ২ লক্ষ ডলার